১৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৩২

সরকার জবাব না দিলে দূতাবাস অভিমুখে লংমার্চ করবে ছাত্র অধিকার পরিষদ

মিয়ানমার কর্তৃক সীমান্ত লঙ্ঘন ও হামলার প্রতিবাদে সমাবেশ  © টিডিসি ফটো

আন্তর্জাতিক নীতিমালা অমান্য করে বাংলাদেশে মিয়ানমার কর্তৃক সীমান্ত লঙ্ঘন ও হামলার প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সোমবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায়   ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা । তিনি বলেন - ’স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোন বিএনপি আওয়ামীলীগ, কোন জাতীয় পার্টি নেই। এক্ষেত্রে সবার বড় পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। যখন দেশের সার্বভৌমত্বের উপর কোন আঘাত আসে , তখন যদি আপনার বুক না কাপে , আপনার রক্ত গরম না হয় তাহলে বুঝতে হবে আপনার ভিতরে দেশপ্রেম নাই। মিয়ানমার কিছুদিন ধরে বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করে হেলিকপ্টার ঢুকিয়ে দিচ্ছে ,  সীমান্তে হামলা চালাচ্ছে। বাংলাদেশকে কেয়ার করে না বলেই মিয়ানমারের জান্তা সরকার এই রকম আচরণ করছে।’

তিনি বলেন -"দেশের পররাষ্ট্র নীতি যদি এতই শক্তিশালী হয় তাহলে কেন রোহিঙ্গাদের এতবছরেও ফেরত পাঠাতে পারলো না। তিনি আরও বলেন, আপনারা যদি দেশ পরিচালনা করতে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করে চলে যান।’

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে কাতারে পড়ার সুযোগ, পাবেন মাসিক বৃত্তি

বক্তব্যের শেষে তিনি বলেন,’যদি বাংলাদেশ সরকারকর্তৃক মিয়ানমারের এমন আচরনের কোন উচিত জবাব দেয়া না হয় , তাহলে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিয়ানমারের দূতাবাস পর্যন্ত লং মার্চ করতে বাধ্য হবে।’

এ সমাবেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে অযোগ্য ও তার অতিসত্বর পদত্যাগের দাবি জানানো হয়। সমাবেশে ছাত্র  অধিকার পরিষদের কেন্দ্রীয় , বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।