ঢাবি শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর অন্তর্গত কোয়ালিটি অ্যাস্যুরেন্স (কিউএ) উইং শিক্ষকদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের ’সেল্প অ্যাসেসমেন্ট প্রোগাম’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) আইকিউএসি-ডিইউ কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ কর্মশালা হয়।
অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি-ডিইউ-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় দক্ষতা, জ্ঞান ও যোগ্যতা সমন্বয়ে আইকিউএসি-এর ভূমিকা' বিষয়ে আলোচনা করেন। আইকিউএসি-ডিইউ অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান 'প্রোগ্রাম স্ব-মূল্যায়ন: পদ্ধতি এবং প্রতিবেদন লেখা' বিষয়ে আলোচনা করেন। আইকিউএসি-ডিইউ এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ.টি.এম. সামছু্জ্জোহা কর্মশালাটি সঞ্চালনা করেন এবং তিনি ’আত্মোন্নোয়নের গুরুত্ব’ বিষয়ে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সাত কলেজের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর স্থগিত ঘোষণা
উল্লেখ্য, উচ্চশিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা ও বিশেষ বার্তা আয়োজন করছে আইকিউএসি-ডিইউ বাংলাদেশ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)।