সমাবর্তন আয়োজন, সেশনজট নিরসন অগ্রাধিকার পাবে: নবনিযুক্ত জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেছেন সমাবর্তন আয়োজন ও সেশনজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবনিযুক্ত উপাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সেশনজট যে নাই আমি তা বলবো না। করোনার কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। আমার সন্তানতূল্য শিক্ষার্থীরা যাতে সময়মত পাস করে যেতে পারে সেশনজট নিরসনে আমরা অগ্রাধিকার দেবো। এর প্রথম ধাপ হিসেবে প্রতিটা অনুষদের ডিন স্ব-স্ব অনুষদের শিক্ষকদের নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করবেন।
আরও পড়ুন: আশ্বাসে গবি ছাত্র সংসদ নির্বাচন, নেই দৃশ্যমান পদক্ষেপ
সমাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, সমাবর্তন আয়োজনকেও অগ্রাধিকার দেওয়া হবে। আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেটে বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে আমরা সেটি মাননীয় আচার্যের কাছে পাঠাবো। আচার্য অনুমোদন দিলে সমাবর্তন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বসেরা ২ ভাগ বিজ্ঞানীদের মধ্যে জাবির শিক্ষক-শিক্ষার্থী থাকার বিষয়টি উল্লেখ করে অধ্যাপক নূরুল আলম বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য নিশ্চয়ই গর্বের ব্যাপার। তবে যারা গবেষণা করেন ও গবেষণা নিবন্ধ প্রকাশ করে থাকেন তারা যদি ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে এগুলো প্রকাশ করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং সেটি ভূমিকা রাখবে।
এছাড়াও বিশ্বমানের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আশ্বাস দেন নবনিযুক্ত উপাচার্য। পাশাপাশি গণরুম সংস্কৃতি দূর করতে আগামী নভেম্বর নির্মাণাধীন মাসে ২ টি আবাসিক হলের উদ্বোধনের কথা জানান তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, অনুষদসমূহের ডিন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।