১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১২

জাবি ছাত্র ইউনিয়নের ৩১তম সম্মেলন ১৫ সেপ্টেম্বর 

জাবি  © সংগৃহীত

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ৩১তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ সেপ্টেম্বর ৫০তম ব্যাচের নবীনবরণের আয়োজন করেছে সংগঠনটি।

শনিবার ( ১০ আগস্ট) সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নুসরাত তুবা ও আহ্বায়ক অমর্ত্য রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর সম্মেলন ও ১৬ সেপ্টেম্বর ৫০তম আবর্তনকে বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মজুরি বৃদ্ধির যৌক্তিক আন্দোলনে যুক্ত শ্রমিকবৃন্দ।

আরও পড়ুন: এইচএসসি’র রুটিন নিয়ে যা বলছে মন্ত্রণালয়-বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫০তম আবর্তনকে বরণ করে নিতে অনুষ্ঠিতব্য নবীনবরণে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাসউদ ইমরান এবং প্রখ্যাত পরিবেশ ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন ছবি চত্বরে আর নবীনবরণের আনুষ্ঠানিকতা শুরু হবে সেলিম আল দীন মুক্তমঞ্চে। নবীনবরণে ব্যান্ডদল কাকতাল ও সহজিয়া উপস্থিত থাকবে।