জাবি ছাত্র ইউনিয়নের ৩১তম সম্মেলন ১৫ সেপ্টেম্বর
আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ৩১তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ সেপ্টেম্বর ৫০তম ব্যাচের নবীনবরণের আয়োজন করেছে সংগঠনটি।
শনিবার ( ১০ আগস্ট) সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নুসরাত তুবা ও আহ্বায়ক অমর্ত্য রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর সম্মেলন ও ১৬ সেপ্টেম্বর ৫০তম আবর্তনকে বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মজুরি বৃদ্ধির যৌক্তিক আন্দোলনে যুক্ত শ্রমিকবৃন্দ।
আরও পড়ুন: এইচএসসি’র রুটিন নিয়ে যা বলছে মন্ত্রণালয়-বোর্ড।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫০তম আবর্তনকে বরণ করে নিতে অনুষ্ঠিতব্য নবীনবরণে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাসউদ ইমরান এবং প্রখ্যাত পরিবেশ ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন ছবি চত্বরে আর নবীনবরণের আনুষ্ঠানিকতা শুরু হবে সেলিম আল দীন মুক্তমঞ্চে। নবীনবরণে ব্যান্ডদল কাকতাল ও সহজিয়া উপস্থিত থাকবে।