ইউজিসির পরিচালক পদে বড় পরিবর্তন

  © লোগো

বছরের শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসির) বিভিন্ন বিভাগের পরিচালক পদে বড় পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশের উচ্চশিক্ষার তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির ১০টি বিভাগের মধ্যে পাঁচটি বিভাগেই নতুন পরিচালক পদায়ন করা হয়েছে। ইউজিসির একাধিক সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পদায়নের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক করা হয়েছে মো. ওমর ফারুখকে। তিনি এতদিন রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন। বেসরকারি বিভাগের পরিচালক পদে থাকা ড. মো. ফখরুল ইসলামকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিওরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক করা হয়েছে। আর এসপিকিউএ বিভাগের দায়িত্বে থাকা ড. মো. সুলতান মাহমুদ ভূইয়াকে জেনারেল সার্ভিস এন্ড এস্টেট বিভাগের পরিচালক করা হয়েছে।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালকের পদে থাকা মো. কামাল হোসেনকে রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক পদে নেয়া হয়েছে। আর পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পদে আনা হয়েছে আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালকের দায়িত্বে থাকা মোহাম্মদ জামিনুর রহমানকে।

এ বিষয়ে ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান বলেন, রুটিন কাজের অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হয়েছে।


সর্বশেষ সংবাদ