০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭
ইউজিসি ভবনে দর্শনার্থী প্রবেশ সীমিত
করোনা মহামারীর প্রদুর্ভাবের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পূর্বানুমোদন ছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনে সব ধরনের দর্শনার্থী প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি কমিশনের এক নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, দেশে বিরাজমান না করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে অফিস কার্যক্রম পরিচালনার জন্য সরকারের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অনুযায়ী, ইউজিসির দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
“কিন্তু উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, সম্প্রতি কমিশনে আগত দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা কমিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় কমিশনের ভবনে সব ধরনের দর্শনার্থী প্রবেশ সীমিত থাকবে।”