ইউজিসি সচিবের দায়িত্ব পেলেন ড. ফেরদৌস জামান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৬:০৮ PM , আপডেট: ১৮ মার্চ ২০২০, ০৬:০৮ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইউজিসি সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ড. ফেরদৌস জামান, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কমিশনের সচিবের দায়িত্ব পালন করবেন।
এছাড়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ইউজিসির প্রতিবেদনে বলা হয়েছে।