বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় কমেছে

  © টিডিসি ফটো

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী প্রতি মাথা পিছু ব্যয় বিগত বছরের তুলনায় কমেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ২০১৮ সালের প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে।

অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যয় ব্যতিত ২০১৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথা পিছু ব্যয় হয়েছে ৭৭ হাজার ৪৫১ টাকা। যেখানে ২০১৭ সালে প্রতি শিক্ষার্থীর পেছনে তারা ব্যয় করেছিল ৮১ হাজার ১৮২ টাকা।

এছাড়া ২০১৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে অধ্যায়নরত শিক্ষার্থী সংখ্যা ৩০ হাজার ৯১ জন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে ১৭ হাজার ২১৮ জন এবং বিশ্ববিদ্যালয় ওয়েভার পাচ্ছে ৬০ হাজার ৪৯০ জন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ