২৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

শিক্ষা কার্যক্রম চালু করতে ৫ বিভাগের প্রস্তাবনা চেয়েছে ইউজিসি

নওগাঁ বিশ্ববিদ্যালয়  © টিডিসি

দেশের নবগঠিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিভাগ চালুর জন্য প্রস্তাবনা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের ৫৬তম সভায় ৫টি বিভাগের প্রস্তাব চাওয়া র বিষয়টি অনুমোদনয়। সেখান থেকেই বাছাই শেষে দুটি বিভাগ অনুমোদন দেবে ইউজিসি।

এ বিষয়ে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহাসন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কমিশনের নির্ধারিত ৫টি বিভাগের প্রস্তাব কমিশনে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে কমিশন দুটি বিভাগের ল্যাবরেটরি, অবকাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা-সুবিধা সরেজমিনে পরিদর্শনের পর কমিটির মতামতের ভিত্তিতে বিভাগগুলো চূড়ান্ত অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের অনুমোদন দেওয়া হবে।

২৩ অক্টোবর তারিখে প্রকাশিত ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এ সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁতে একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে নওগাঁয় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০২৫ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ থেকে পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করে। বর্তমানে অধ্যাপক ড. হাছানাত আলী বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।