১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৫

অনিয়মের অভিযোগ, হিট প্রকল্পের প্রস্তাবনা মূল্যায়নে আপিলের সুযোগ পাচ্ছেন বঞ্চিতরা

ইউজিসির লোগো  © সংগৃহীত ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়িত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রস্তাবনাগুলোর মূল্যায়ন নিয়ে অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে প্রকল্প প্রস্তাবনায় কোনও আপত্তি থাকলে প্রকল্প বঞ্চিতরা আপিলের সুযোগ পাবেন বলে জানা গেছে । আজ রবিবার (১৭ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

হিট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, প্রকল্পের অংশ হিসেবে উইনডো-১, উইনডো-২ ও উইনডো-৩এ -তে নির্বাচিত বিশ্ববিদ্যালয়সমূহের এটিএফ সাব-প্রজেক্ট প্রস্তাবনার প্রথম পর্যায়ের মঞ্জুরি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা বহির্ভূত প্রস্তাবনাগুলোর মূল্যায়ন নিয়ে কোনও আপত্তি থাকলে ইউজিসি-বিএটিএফ অপারেশন ম্যানুয়ালের ৪.৮ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ২৪ আগস্টের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। 

নোটিশে প্রকল্প অফিস, লেভেল-১০, বাংলাদেশ কপিরাইট ভবন, প্লট-এফ, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা বরাবার আপিল পাঠাতে বলা হয়েছে। আপিল জমা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, চেয়ারম্যান বা উপাচার্যের মাধ্যমে আবেদন করতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।’