১৬ আগস্ট ২০২৫, ২০:১৭

পিএসসিতে যখন ছিলাম, তখন প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে আসত: ইউজিসি চেয়ারম্যান

ইউজিসি লোগো এবং অধ্যাপক ফায়েজ  © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, কোটা না মেধা এই জিনিস কত বড় হয়ে দাঁড়াল আমরা দেখেছি। আমি যখন পিএসসি চেয়ারম্যান ছিলাম তখন এটি সামনে আসত। অনেকে প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও আসত। মুক্তিযোদ্ধাদেরই চিহ্নিত করতে পারছি না। যারা এই কোটায় সুবিধা পাচ্ছেন তাদের সন্তানরাও সুবিধা পাবেন; আবার যারা বঞ্চিত তাদের সন্তানরাও বঞ্চিত হচ্ছে। 

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, আমাদের সব সময় মনে রাখতে হয়, যে ছাত্ররা আমাদের সামনে বসে আছে তাদের বয়সের মতো বয়স আমাদেরও ছিল। কিন্তু একই সঙ্গে আমাদের যে বয়স তা কিন্তু তাদের ছিল না। আমাদের গ্লোবাল চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগুতে হবে।

অধ্যাপক ফায়েজ আরও বলেন, কর্মমুখী কারিগরি শিক্ষার প্রতি সমাজের কোনো প্রকার অবজ্ঞা সমীচীন নয়। চাকরি, গবেষণা, প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সকল বিষয়েই বৈশ্বিক প্রতিযোগিতা রয়েছে। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযুক্ত করে গড়ে তুলতে হবে।