২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১১

মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান দেশের বিশ্ববিদ্যালয়সমূহে মেধাবী, দক্ষ ও যোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান। এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পাদন করার অনুরোধ করেন।

ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দকে প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা শিথিল না করার আহ্বান জানান। তিনি উপাচার্যবৃন্দকে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দান হতে বিরত থাকতে বলেন। ইউজিসি চেয়ারম্যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা: প্রেক্ষিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন। শাবিপ্রবি অডিটোরিয়ামে  শুক্রবার এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে কোন পর্যায়ে দুর্নীতি কাম্য নয়। তিনি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়সমূহকে আহ্বান জানান। সভাপতির ভাষণে শাবিপ্রবি উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ভিশন ২০২১ বাস্তবায়নে সুশাসনের কোন বিকল্প নেই। বাংলাদেশে সুশাসনের ব্যাপক অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুশাসন নিশ্চিত করা সময়ের দাবি। তিনি ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করে বলেন, তাঁর বিশ্ববিদ্যালয়ে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ প্রদান করা হচ্ছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, তাঁর দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে সেশনজট, র‌্যাগিং, যৌন হয়রানি, দুর্নীতি, মাদকাসক্তি ও জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুল গনি, ইউজিসি’র পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন ও উপ-রেজিস্ট্রার আফম মিফতাউল হক বক্তব্য প্রদান করেন।

সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়য়ের উপ-সচিব মো. কামরুল হাসান ও জাকিয়া পারভীন এবং ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। এছাড়া, ইউজিসি’র যুগ্ম সচিব মো. জাফর আহম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত পরিচালক মো. শাহ আলম, উপ-সচিব মো. শাহিন সিরাজ এবং উপ-পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ ইউজিসি, শাবিপ্রবি কর্মকর্তাবৃন্দ এবং ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্টগণ উপস্থিত ছিলেন।