জাতীয় কর্মশালায় বক্তারা
উচ্চশিক্ষার চিত্র পাল্টে দিয়েছে হেকেপ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৭:৪১ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৮:২১ PM
দেশের উচ্চশিক্ষায় পঠন-পাঠনে ও গবেষণায় গুণগত পরিবর্তন সাধন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি লক্ষ্যে ২০০৯ সাল থেকে বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হয় উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)। চলতি বছরের ৩১ ডিসেম্বর এ প্রকল্প শেষ হবে। এ প্রকল্পের ১০ বছরের অর্জন নিয়ে বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী জাতীয় কর্মশালা। শিক্ষাক্ষেত্রে বৃহৎ এ প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হেকেপ প্রকল্প অসাধারণ সফলতা অর্জন করেছে। এটি উচ্চশিক্ষার চিত্র সম্পূর্ণ পাল্টে দিয়েছে। এ প্রকল্পের সহায়তায় পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। ফলে দেশের উচ্চশিক্ষা অনেক এগিয়ে গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন বলেন, হেকেপ অসাধারণ সফলতা অর্জন করেছে। এর অধীনে বেশ কিছু যুগান্তকারী গবেষণা কর্ম হয়েছে। এসব গবেষণা কর্ম দেশের উচ্চশিক্ষা তথা দেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করবে। উচ্চশিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে এবং এর সফলতা ধরে রাখতে হবে।
তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে হেকেপ প্রকল্পের অর্জন অনেক। এর মাধ্যমে দেশের উচ্চশিক্ষা অনেক এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। এ প্রকল্পের সহায়তায় পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাজে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যমে রক্ত পরীক্ষায় স্বল্প খরচে সহজেই ক্যান্সার রোগ শনাক্ত, গবাদিপশুর খুরা রোগের ভ্যাকসিন তৈরি, পাটকাঠি থেকে সুতা তৈরিসহ দেশে নতুন নতুন আবিষ্কার ও বড় সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প দেশের উচ্চশিক্ষার চিত্র সম্পূর্ণ পাল্টে দিয়েছে। উচ্চশিক্ষার কোন প্রকল্প ৯৯ শতাংশ সফলতা অর্জন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাংক এ প্রকল্পের সফলতায় উচ্ছ্বসিত প্রশংসা করেছে এবং নতুন একটি প্রকল্পে অর্থ সহায়তা প্রদানে আগ্রহ ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (উন্নয়ন) অতিরিক্ত সচিব ড. মাহমুদ-উল হক এবং বিশ্বব্যাংক ঢাকার সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোঃ মোকলেছুর রহমান। হেকেপের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত এনডিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, হেকেপ ও বিশ্ব ব্যাংকের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে হেকেপ প্রকল্পের আওতাধীন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অর্জন নিয়ে দুটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। প্রথম টেকনিক্যাল সেশন ‘এচিভমেন্ট অব হেকেপ অ্যান্ড সাসটেইনেবিলিটি’। এটির সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।
দ্বিতীয় টেকনিক্যাল সেশন ‘কানেক্টিভিটি এমঙ্গ হায়ার এডুকেশন ইনস্টিটিউট’। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মু. আকতার হোসাইন।
উল্লেখ্য, ২৩৮ মিলিয়ন ইউএস ডলার অর্থমূল্যের এ প্রকল্পের কাজের বাস্তবায়নকারী সংস্থা ইউজিসি।