ইউজিসিতে কর্মচারীদের হট্টগোল
রাজধানীর আগারগাঁওস্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) বিভিন্ন বিভাগের কর্মচারীদের হট্টগোল করতে দেখা গেছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কমিশনের ভেতরে এই হট্টগোল দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুরে ইউজিসি ভবনের চতুর্থ ফ্লোরে কর্মচারীরা প্রথমে কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলামের দপ্তরে যায় এবং পরে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের দপ্তরে গিয়ে কথা বলেন। এসময় কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিতে দেখা গেছে।
আন্দোলনরত কর্মচারীদের সাথে কথা হলে তারা জানান, আমাদের মধ্যে অনেকে আছেন যারা ১৫ বছর কেউ কেউ ২০ বছর একই পদে কাজ করছেন। বিভিন্ন সময় কমিশনের কাছে আমাদের আপগ্রেডেশনের দাবি জানালেও কোনো সাড়া মেলেনি। অথচ সম্প্রতি ৩৫ জন কর্মকর্তা কোনো নিয়ম অনুসরণ না করেই পদোন্নতি পেয়েছেন। আমাদেরকে নিয়মিত আশ্বাস দিলেও আমরা অগ্রগতি দেখছি না। আশ্বাসের অগ্রগতি সম্পর্কে জানতেই প্রশাসনের সাথে দেখা করেছি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, অনেক কর্মচারী আছেন যারা বছরের পর বছর একই পদে দায়িত্ব পালন করছেন। কোনো সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এমন নজির নেই। সরকারের নির্দিষ্ট বিধিমালা রয়েছে, সে অনুযায়ী আমরা আমাদের অধিকার আদায়ের বিষয়ে কথা বলেছি। কিন্তু কমিশনের কাজের ধীরগতির কারণে দীর্ঘদিন থেকে প্রমোশন হচ্ছে না।
আনোয়ার হোসেন আরও বলেন, তারা নতুন নীতিমালা ও অর্গানোগ্রামের কথা বলে বিলম্ব করছে। কিন্তু সম্প্রতি অনেক কর্মকর্তাকে প্রমোশন দিয়েছে। সেখানে কোনো আইনের প্রশ্ন ওঠেনি। কিন্তু আমাদের ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হওয়ায় প্রশাসনের সাথে কথা বলে সমাধানের দাবি জানিয়েছি। বিষয়গুলো সমাধানের জন্য চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছেন।
সচিব বলেন, এই মুহূর্তে কোনো আন্দোলন নেই। কর্মচারীরা তাদের কিছু দাবি নিয়ে এসেছিলেন। আমরা তাদের সাথে কথা বলে প্রশাসন বিষয়গুলো মীমাংসার চেষ্টা করেছে। এটা ইউজিসির অভ্যন্তরীণ বিষয়। অর্গানোগ্রাম পরিবর্তন করতে আমাদের সময়ক্ষেপণ হচ্ছে। ফলে তাঁদের পদোন্নতির কাজ কিছুটা বিলম্ব হয়েছে। কর্মচারীরা বিষয়টি নিয়ে ভুল বুঝেছিল। কথা বলার পর সেটা সমাধান হয়েছে।