রাবি অধ্যাপকের বিরুদ্ধে মানবাধিকার কমিশনে অভিযোগ বিশ্বজিৎ চন্দের

২০ অক্টোবর ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং অধ্যাপক ড. মুর্শেদুল ইসলাম

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং অধ্যাপক ড. মুর্শেদুল ইসলাম © ফাইল ছবি

সংবাদ সম্মেলন করে পিএইচডি জালিয়াতির অভিযোগ তোলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের অধ্যাপক ড. মোর্শেদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। অভিযোগ আমলে নিয়ে ড. মোর্শেদুল ইসলামকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার জন্য বলেছে কমিশন।

রোববার (২০ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়; শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রি জালিয়াতির অভিযোগ সহকর্মীর’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রি জালিয়াতির অভিযোগ করেছেন তাঁর এক সহকর্মী। এ বিষয়ে ব্যক্তিগত আক্রোশ থেকে সম্মানহানি করা হয়েছে বলে কমিশনে অভিযোগ করেন বিশ্বজিৎ চন্দ।  

এ বিষয়ে কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোর্শেদুল ইসলাম গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখে একটি সংবাদ সম্মেলনে পিএইচডি জালিয়াতি করে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বলে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। বিশ্বজিৎ চন্দ উল্লেখ করেন যে, তার লন্ডনের সোয়াস (SOAS) থেকে অর্জিত পিএইচডি ডিগ্রি কোনোভাবেই অসত্য নয় এবং তাঁর অধ্যাপক পদে পদোন্নতি বিধি মোতাবেক হয়েছে। 

তিনি আরও জানান, তাঁর ছুটির সমস্ত বিষয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত ছিল এবং ‘বিনা বেতনে বিশেষ ছুটি’র সময়কালে কোন বেতন-ভাতা নেয়া হয়নি। শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. মুর্শেদুল ইসলাম বিশ্বজিৎ চন্দ এর সম্মানহানি করেছেন এবং কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন মর্মে উল্লেখ করেন। বিশ্বজিৎ চন্দ এই ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন। 

এরই প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ১৬ ধারা মোতাবেক সংবাদ সম্মেলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোর্শেদুল ইসলাম (পিটার) কে তাঁর বক্তব্য সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০৬ নভেম্বর কমিশনে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।  

মিজানুর রহমান আজহারীর ভয়েস ক্লোন করে প্রতারণা, বিব্রতকর বিজ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
ঢাবি চিকিৎসা অনুষদের নতুন ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে, পদ ২৮৫, আবেদন শু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9