ডিলিট ডিগ্রি পাচ্ছেন ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান  © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ড. এপিজে আবদুল কালাম স্মারক বক্তৃতা প্রদান করবেন। বৃহস্পতিবার মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিএম) কর্তৃক আয়োজিত তৃতীয় ড. এপিজে আবদুল কালাম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য ইউজিসি চেয়ারম্যানকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবে ইউএসটিএম কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ১১তম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের স্মরণে ভাষণ প্রদান করবেন। এই মহান বিজ্ঞানীর জীবন ও দর্শন সারাবিশ্বে ছড়িয়ে দিতে ইউএসটিএম কর্তৃপক্ষ বিগত দুই বছর ধরে এ স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে। অনুষ্ঠানে প্রায় ৫০০০ জন ভারতীয় শিক্ষক, শিক্ষার্থী, গবেষক অংশগ্রহণ করবেন ।

 


সর্বশেষ সংবাদ