বাংলাদেশে শিক্ষার মানোন্নয়নে ডি.লিট ডিগ্রি পাচ্ছেন ইউজিসি চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান আগামীকাল মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিএম) কর্তৃক আয়োজিত তৃতীয় ড. এ পি জে আবদুল কালাম স্মারক বক্তৃতা প্রদান করবেন। এসময় তাঁকে ইউএসটিএম কর্তৃপক্ষ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের জন্য সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করবে।
আজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ উদ্দেশ্যে আজ ভোরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক আব্দুল মান্নান। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ১১তম রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের স্মরণে ভাষণ প্রদান করবেন।
এপিজে আবদুল কালামের জীবন ও দর্শন সারাবিশ্বে ছড়িয়ে দিতে ইউএসটিএম কর্তৃপক্ষ বিগত দুই বছর ধরে এ স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে। অনুষ্ঠানে প্রায় ৫০০০ জন ভারতীয় শিক্ষক, শিক্ষার্থী, গবেষক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।