ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষক
দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষক উচ্চশিক্ষা ক্ষেত্রে মৌলিক গবেষণা ও প্রকাশনায় অনবদ্য অবদানের জন্য ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে ১ আগস্ট অনুষ্ঠিত ইউজিসি অ্যাওয়ার্ড এডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার ইউজিসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়। এছাড়া সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, এখন থেকে ইউজিসি অ্যাওয়ার্ড ইউজিসি স্বর্ণপদক নামে অভিহিত হবে।
৩৪ জনের মধ্যে ২০১৬ সালের জন্য ১৮ জন এবং ২০১৭ সালের জন্য ১৬ জন ইউজিসি স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর উদ্যোগে ইউজিসি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান এই বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিকক্ষদের হাতে স্বর্ণপদক তুলে দিবেন।
প্রসঙ্গত, ১৯৮০ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন 'ইউজিসি অ্যাওয়ার্ড' প্রবর্তন করে। নির্বাচিত প্রতি শিক্ষক সনদ ও স্বর্ণপদকসহ পুস্তকের জন্য ৫০,০০০/- টাকা এবং প্রবন্ধের জন্য ৩০,০০০/- টাকা সম্মানী হিসেবে পাবেন।