পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৬৪৩ কোটি টাকার বাজেট অনুমোদন
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ৪ হাজার ৬৪৩ কোটি ৫০ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ বুধবার ইউজিসির ১৫১তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।
ইউজিসির দেয়া তথ্য মতে, সভায়।দেশের ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত এবং ২০১৮-২০১৯ অর্থ বছরের মূল বাজেট (অনুন্নয়ন) অনুমোদন দেয়া হয়েছে। ৪০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরে মূল বাজেটে (অনুন্নয়ন) ৪ হাজার ৬৪৩ কোটি ৫০ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। গত অর্থবছরে ছিল ৪ হাজার ১৫২ কোটি ১ হাজার টাকা যা সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকায় উন্নীত হয়।
এছাড়া সভায় ইউজিসির আগামী অর্থবছরে ব্যয় নির্বাহের জন্য ৩৮ কোটি ৫ হাজার টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। গত অর্থবছরে বাজেট (অনুন্নয়ন) ছিল ৩৭ কোটি ৩০ লাখ টাকা যা সংশোধিত বাজেটে বৃদ্ধি পেয়ে ৩৭ কোটি ৮০ লাখ টাকায় উন্নীত হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে ইউজিসি সচিব ড. মোঃ খালেদ সভায় বাজেট উপস্থাপন করেন।
সভায় মাননীয় প্রধান বিচারপতির বাবা, শিক্ষা সচিবের বোন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপাচার্যের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।