ট্যুরিস্ট ভিসায় ভারতে ৩০ দিনের বেশি থাকা যাবে না
ভারতে যেতে আগ্রহীদের জন্য ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া হয়ে নিজ দেশে গিয়েছেন।
এ সময় হাইকমিশনার জানান, এখনো করোনা সংক্রমণের ভয় আছে সব জায়গায়। সেকারণে ধীরে ধীরে এটি করা হচ্ছে। তবে, শিগগিই সড়ক ও রেলপথে ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ চালু করা হবে।
তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশন ৪ মাসের জন্য ভিসা প্রদান করলেও ভ্রমণকারী ভারতে একটানা ১ মাস অবস্থান করতে পারবেন।
যাত্রাকালে সস্ত্রীক হাইকমিশনারকে তখন স্বাগত জানান আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ।
উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ভারত সব ধরণের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল। এর পর গত অক্টোবরে ট্যুরিস্টদের জন্য ভ্রমণ উন্মুক্ত করার ঘোষণা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।