আপনি নারী না পুরুষ, স্মার্টফোন হাতে নিলেই যেভাবে বুঝতে পারে

স্মার্টফোন
স্মার্টফোন  © প্রতীকী ছবি

একটি স্মার্টফোন বলে দিতে পারে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। বুঝতে পারে ব্যবহারকারীর বয়স বা লিঙ্গও। গল্প বলে মনে হলেও এটা বাস্তব। তথ্যগুলো জানতে মাত্র এক মিনিট সময় লাগে স্মার্টফোনের। আমেরিকার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এক গবেষক এমন দাবি করেছেন।

বর্তমানে বহুল ব্যবহৃত স্মার্টফোনগুলোর মধ্যে অ্যাকসেলোমিটার, ‘ম্যাগনেটোমিটার ও ‘জইরোস্কোপের মতো কিছু সেন্সর থাকে। এগুলো ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে। মেশিন লার্নিং অ্যালগোরিদম পদ্ধতিতে সে তথ্য বিশ্লেষণ করে স্মার্টফোন বুঝতে পারে বিষয়গুলো। খবর আনন্দবাজারের।

আরও পড়ুন: দিনে কয়টি ‍ডিম খেলে শরীরের ক্ষতি হবে না

ফোনে বিভিন্ন অ্যাপ ইনস্টল করতে গেলে কয়েকটি অনুমতি চায়। অনেকেই অনুমতি দিয়ে দেন। তার পর থেকেই অ্যাপগুলো তথ্য সংগ্রহ শুরু করে। ২৯ জন ব্যক্তি এ গবেষণায় অংশ নেন।

গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ব্যবহারকারী ডানহাতি না বাঁহাতি বা কোন কোন নেটমাধ্যম ব্যবহার করতে পছন্দ করেন, এমনকি শুয়ে আছেন না বসে আছেন, সবই ধরা পড়ে স্মার্টফোনের সেন্সরে। বিভিন্ন ধরনের পরিষেবা দিতে তথ্যগুলো সংগ্রহ করা জরুরি। কিন্তু তথ্য বেহাত হয়ে গেলে তা সংশ্লিষ্ট ব্যক্তির গোপনীয়তা নষ্ট করতে পারে। গবেষক এ মত দিয়েছেন।


সর্বশেষ সংবাদ