০২ জুন ২০২২, ১৮:১৫
প্রশ্ন ও খাতা পাওয়ার পর যে ১০টি কাজ আপনাকে এগিয়ে রাখবে
আগামীকাল শুক্রবার (৩ জুন) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রে খাতা ও প্রশ্ন পাওয়ার ভর্তিচ্ছুদের ১০টি জরুরি কাজ করতে হয়। সেগুলো তুলে ধরা হলো-
- খাতা পাওয়ার পর সব নির্দেশনা মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে, যাতে কোনো ভুল না হয়।
- প্রশ্ন কিংবা খাতায় কোনো ত্রুটি থাকলে তা জরুরি ভিত্তিতে কক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জানাতে হবে এবং ত্রুটিযুক্ত খাতা কিংবা প্রশ্ন পরিবর্তন করে নিতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ছেঁড়া খাতা কিংবা ঝাপসা প্রশ্ন। খুব বড় ধরনের সমস্যা না হলে প্রশ্ন বা উত্তরপত্র পরিবর্তনের কোনো দরকার নেই।
- নিজের নাম, রোল, সেটসহ প্রতিটি তথ্য খুব মনোযোগ দিয়ে পূরণ করতে হবে। এখানে একটি তথ্য ভুল হয়ে গেলেই আপনার ফলাফল আসবে না। তাই এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে।
- পরীক্ষার হলে প্রয়োজনে পানি নিয়ে যেতে পারেন। এটি আপনাকে অনেক ক্ষেত্রে চিন্তামুক্ত রাখবে।
- পরীক্ষায় কোনোভাবে অসদুপায় অবলম্বন করার চেষ্টা করবেন না। এটি আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
- যাঁরা বাইরের বিভিন্ন শহর থেকে আসবেন, তাঁরা ঘড়ি, মোবাইল পরীক্ষার কক্ষের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে অথবা বাইরে হেল্প ডেস্কে জমা দেবেন।
- প্রতিটি কক্ষে ঘড়ি থাকবে। আর যদি না থাকে, তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে সময় জেনে নিতে হবে। সময় ব্যবস্থাপনা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।
- প্রশ্ন পাওয়ার পর তা মনোযোগসহকারে এক থেকে দুইবার পুরো প্রশ্নটা পড়া উচিত। যেই প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি ভালো জানা আছে, সেগুলো দিয়ে শুরু করা উচিত।
- বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে আন্দাজে প্রশ্নের উত্তর করা থেকে বিরত থাকা উচিত। কারণ, নেগেটিভ নম্বরের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না-ও মিলতে পারে। আত্মবিশ্বাস আছে, এমন প্রশ্নগুলোর উত্তর আগে করে ফেলা উচিত।
- পরীক্ষা শেষে কোনো উত্তর মেলানোর দরকার নেই। এতে অনেকে হতাশ হয়ে পড়তে পারেন। যা উত্তর দিয়েছেন, আত্মবিশ্বাস রাখবেন। সামনে আপনার জন্য একটি নতুন দিন অপেক্ষা করছে। আপনারা আপনাদের কষ্ট, পরিশ্রম ও সাধনার মাধ্যমে ভর্তি পরীক্ষায় ভালো করবেন, এটাই প্রত্যাশা রইল।