ভর্তি পরীক্ষার কেন্দ্রে যা করতে হবে
৩ জুন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শেষ মুহূর্তে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে করণীয় নিয়ে আজকের লেখাটি।
প্রয়োজনীয় জিনিসপত্র আগের রাতে গুছিয়ে নিন: পরীক্ষার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ জিনিসগুলো পরীক্ষার আগের রাতে গুছিয়ে নেওয়া উচিত। কলম, পেনসিল, স্কেল, প্রবেশপত্রসহ আরও অন্য জিনিসপত্র একটি স্বচ্ছ ফাইলের মধ্যে রাখতে পারেন। মনে রাখবেন, কোনো জিনিস যাতে বাদ না যায়।
পরীক্ষার আগের রাতে বেশি পড়াশোনা নয়: পরীক্ষার আগের রাতে চিন্তামুক্ত থাকা সবচেয়ে বেশি জরুরি। বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। মনের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন। আপনি যা পড়েছেন, তা ঠিক পারবেন।
যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাত্রা শুরু করবেন: অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে পরীক্ষার দিনগুলোতে রাস্তাঘাটে যানজটের পরিমাণ বেড়ে যায়। অনেক ক্ষেত্রে বাইরের শিক্ষার্থীদের চাপ থাকার কারণে যানবাহন পেতে কিছুটা সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে পরামর্শ থাকবে, পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া উচিত। চেষ্টা করবেন পরীক্ষা শুরু হওয়ার এক থেকে দেড় ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে। প্রয়োজনে কেন্দ্রে পৌঁছানোর জন্য বিকল্প ও সহজ রাস্তা ব্যবহার করতে পারেন।
পরীক্ষাকেন্দ্রের সামনে কোনো পড়াশোনা করা উচিত নয়: অনেক শিক্ষার্থীকে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে তাঁরা বই নিয়ে শেষবারের মতো রিভিশন দিচ্ছেন। অনেকেই এগুলো দেখে হতাশ হয়ে যান। আসলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে চিন্তামুক্ত থাকতে হবে। বিশ্বাস করুন, যা এত দিন আপনি মুখস্থ করতে পারেননি, তা পরীক্ষার এক ঘণ্টা আগে বই দেখলেও মুখস্থ হয়ে যাবে না। সে ক্ষেত্রে অতিরিক্ত চাপ নিতে গেলে জানা জিনিসও ভুলে যাবেন সে সময়। আপনি যা পড়েছেন, তার সর্বোচ্চ ব্যবহার করবেন। বিশ্বাস রাখবেন আপনি সফল হবেন।
কেন্দ্রে নিজের আসন খুঁজবেন: শিক্ষার্থীদের আসন কোথায় এবং কত নম্বর কক্ষে, তা জানিয়ে দেয় প্রতিটি বিশ্ববিদ্যালয়। পরীক্ষাকেন্দ্রে অসংখ্য স্বেচ্ছাসেবী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবেন। প্রয়োজনে তাঁদের সহযোগিতা নিয়ে নিজেদের ভবন ও কক্ষ খুঁজে নিতে পারেন।
লেখক: শিক্ষার্থী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।