প্রথমে কেমেস্ট্রি-বায়োলজি নাকি ম্যাথ-ফিজিক্সের উত্তর করব?
আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। যদিও বিজ্ঞানের ভর্তি পরীক্ষা ১০ জুন অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার এই সময়ে রিভিশন দেওয়া ছাড়া তেমন কিছু করার থাকে না।
ভর্তি পরীক্ষার হলে বিজ্ঞানের শিক্ষার্থীদের একটি বিষয় খুবই কনফিউজড করে দেয়। সেটি হলো রসায়ন, জীববিজ্ঞানের উত্তর আগে করব? নাকি পদার্থ ও গণিতের উত্তর। আমার ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা থেকে আজ এই বিষয়টি ভর্তিচ্ছুদের সাথে শেয়ার করব।
সাধারণত বলা হয়ে থাকে যেহেতু বায়োলজি-কেমেস্ট্রিতে খুব বেশি ক্যালকুলেশন করতে হয় না তাই প্রথমে বায়োলজি/কেমেস্ট্রি এবং শেষে ম্যাথ/ফিজিক্স আন্সার করতে হবে। কিন্তু আমার মতে, ম্যাথ/ফিজিক্স ঠান্ডা মাথায় সলভ করতে হয় এবং তাড়াহুড়ো করে সলভ করা সম্ভব হয় না।
আরও পড়ুন: নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে একাই দাঁড়ালেন নোবিপ্রবি শিক্ষক
প্রথমে নরমাল থাকা গেলেও শেষের দিকে তাড়াহুড়ো শুরু হয়, মেন্টাল প্রেশারও বাড়তে থাকে। এমনকি কেউ কেউ সেন্সলেসও হয়ে পাড়ে। তাই শেষ মূহুর্তের জন্য ম্যাথ/ফিজিক্স রেখে দেওয়া যথেষ্ট রিস্কি মনে হয়।
যাদের ম্যাথ/ফিজিক্সে মোটামুটি ভালো প্রিপারেশন আছে তারা চাইলে আগে গণিত অংশের উত্তর করতে পারো।
আমার ক্ষেত্রে আমি প্রথম ৩০-৩৫ মিনিটে ম্যাথ/ফিজিক্সের উত্তর করেছিলাম এবং শেষ ১০ মিনিটে কেমেস্ট্রি/বায়োলজির উত্তর করেছিলাম। এতে আমার কোনো রকম অসুবিধা হয়নি এবং আলহামদুলিল্লাহ, ম্যাথ-ফিজিক্সও আমাকে হতাশ করেনি।
লেখক: শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়