বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-০৩

চূড়ান্ত মডেল টেস্ট
চূড়ান্ত মডেল টেস্ট  © প্রতীকী ছবি

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকটে যা বিরাট আতংকের একটি অধ্যায়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা হতাশা-উদ্বেগ লক্ষ্য করা যায়। কিভাবে পড়বো, কি পড়বো, কতটুকু পড়বো। শিক্ষার্থীদের মধ্যে নানান প্রশ্ন। শিক্ষার্থীদের এসব দুশ্চিন্তার কথা বিবেচনায় দ্যা ডেইলি ক্যাম্পাসে নিয়মিত থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ থাকছে বাংলা ও ইংরেজি বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট:

 ১। শব্দ ও ধাতুর মূলকে কী বলে?

    ক) বিভক্তি    খ) ধাতু   গ) প্রকৃতি    ঘ) কারক

২। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

    ক) প্রাতিপদিক    খ) সাধিত শব্দ      গ) নামপদ      ঘ) ক্রিয়াপদ

৩। কোনটি বাংলা ধাতু?

    ক) কাট্    খ) মাগ্      গ) কৃ    ঘ) গম

৪। কোনটি নাম ধাতুর উদাহরণ?

    ক) দেখায়    খ) পড়াচ্ছি      গ) মোচড়ানো      ঘ) শোনায়

৫। ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ কোনটি

    ক) মহিরুহ    খ) শৃঙ্গী    গ) দূত    ঘ) শিখরী

৬। ‘পঞ্চম স্বর’-এর অর্থ কী?

    ক) পল্লব    খ) পায়ের পাতা    গ) দেবতার আরাধনা   ঘ) কোকিলের সুরলহরী

৭। Check — best in you.

    a. a    b. an     c. the    d. none

৮। one-এর পূর্বে কোনটি বসে?

    a. a        b. an    c. the    d. no article

৯। Alif is — first baby in her mother.

    a. a       b. an     c. the    d. none

১০। — 100 species of fish have been identified.

     a. As many            b. As many as      c. As much as    d. a & b

১১। Nature is the — physician.

     a. good               b. better      c. best    d. none

১২। Hybrid শব্দের পরিভাষা নিচের কোনটি?

    ক) ভণ্ডামি            খ) স্বাস্থ্যবিদ্যা           গ) সংকর            ঘ) জিম্মি

১৩। ‘Milky Way’ শব্দের বাংলা অর্থ কী?

    ক) মহাবিশ্ব       খ) আলোকতরঙ্গ    গ) কৃত্রিম উপগ্রহ        ঘ) ছায়াপথ

 ১৪। ‘হস্তী’ শব্দের প্রতিশব্দ কোনটি?

    ক) রাবণ    খ) বারণ           গ) দ্বেষ    ঘ) অচল

১৫। নিচের কোন বানানটি শুদ্ধ?

    ক) শিরশ্ছেদ            খ) শিরচ্ছেদ      গ) সমবিব্যাহার    ঘ) সমভিব্যহার

১৬। যত বড় মুখ নয় তত বড় কথা-এখানে 'মুখ' বলতে কী বোঝাচ্ছে?

    ক) অনুভূতি            খ) গালি        গ) প্রত্যঙ্গ            ঘ) শক্তি

১৭। Which one is correct?

      a. Paper is made from wood.      b. Paper is made on wood.     c. Paper is made of wood.           d. Paper is made by wood.

১৮। Which sentence is correct?

     a. He is a lecturer in English. b. He is a lecturer on English.       c. He is a lecturer of English.          d. He is a lecturer for English.

১৯। Which sentence is correct?

      a. He is good in English. b. He is good at English.        c. He is good for English.  d. He is good of English.

২০। Which sentence is correct?

      a. One of my friends are a lawyer. b. One of my friends is a lawyer.     c. One of my friends has a lawyer.    d. One of my friends have a lawyer.

 

উত্তরমালা: ১.গ  ২.ক  ৩.ক  ৪.গ  ৫.গ  ৬.ঘ  ৭.c  ৮.a  ৯.c ১০.b  ১১.c  ১২.গ  ১৩.ঘ  ১৪.খ  ১৫.ক  ১৬.গ  ১৭.a ১৮.a ১৯.b ২০.b  


সর্বশেষ সংবাদ