০৫ অক্টোবর ২০২১, ১২:১৩
‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন, দেখুন প্রশ্নপত্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটের শুরু হওয়া ১ ঘন্টার এই পরীক্ষা চলে সাড়ে ১০টা পর্যন্ত। এতে অংশ নেন ১০০০১ থেকে ২৪৫২০ রোলধারী শিক্ষার্থীরা।
এদিন তিন শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে অংশ নিবেন ৪৩ হাজার ৫৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে প্রতিআসনে জন্য লড়ছে প্রায় ২১ জন শিক্ষার্থী। এতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থী অংশ নিতে পারবেন।
একই ইউনিটের গ্রুপ-২ এর পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়েছে আর শেষ হবে দুপুর ১টায়। এই গ্রুপে অংশ নিচ্ছেন ৩০০০১ থেকে ৪৪৫১৯ রোলধারী শিক্ষার্থীরা। এছাড়া গ্রুপ-৩ এর পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। এই ধাপের পরীক্ষায় অংশ নেবেন ৫০০০১ থেকে ৬৪৫১৯ রোলধারীরা শিক্ষার্থীরা।