চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি টিপস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। শীঘ্রই ফলাফল আসবে; ইনশাআল্লাহ। তবে সময় নষ্ট না করে শুরু করতে পার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি প্রস্তুতি।
প্রাথমিক কথা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় A ইউনিট ভর্তি পরীক্ষায় সময়ের প্রতি সচেতন থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৬০ মিনিটে ১০০ টা এমসিকিউ যেখানে ৭৫ মার্কই গ্রুপইয়াল সাবজেক্ট টাইম মেইন্টেইন করাটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথমেটিকাল বা এমন কোনো প্রশ্নে সময় দেওয়া উচিত না যেটি আপনার বাকি ৫ টার প্রশ্ন এর সময় কে ব্যাহত করবে। কারন সব প্রশ্নের পূর্ণ মান৷ এটি ভর্তি পরীক্ষা, এটি কোনো অলিম্পিয়াড না। চবি A Unit এর ভর্তি পরীক্ষায় দ্রুত ক্যালকুলেশন আর শর্টকাটের বিকল্প কিছু নেই৷
শেষ সময়ের বিষয় ভিত্তিক প্রস্তুতি :
বাংলা ও ইংরেজি: যদিও A ইউনিট কিন্তু চবিতে চান্স পেতে আপনাকে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে যথাক্রমে ৩ ও ৪ মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাই বলে ভয় পাওয়ার কিছু নেই খুবই সাধারণ প্রশ্নই আসে সেখানে। হালদার A ইউনিট এর জন্য বাংলা ইংরেজির অংশটা পড়তে পারেন তার জন্য।
পদার্থবিজ্ঞান: সবগুলো সূত্র এবং উল্লেখযোগ্য কিছু বিষয় বার বার রিভিশন দিন৷ শর্টকার্ট গুলো বারবার প্রাক্টিস করুন যেনো আপনার নখদর্পনে থাকে৷ কিছু গুরুত্বপূর্ণ মান ও মনে রাখার চেস্টা করুন৷
আরও পড়ুন: ঢাবি-জাবি-রাবি-চবি কিংবা গুচ্ছ— ইংরেজিতে ভাল নম্বর পাওয়ার কৌশল
জীববিজ্ঞান: জীববিজ্ঞান এর গুরুত্বপূর্ণ ট্রপিকগুলো বারবার রিভিশন দিন। কিছু মান এবং উল্লেখযোগ্য নাম নখদর্পনে রাখুন।
উচ্চতর গনিত: গনিত বিষয়টি চর্চার বিকল্প বলতে তেমন কিছুই নেই৷ যত শর্টে ক্যালকুলেশন করা যায় তার ট্রাই করুন৷ সূত্র শর্টকার্ট এগুলো চর্চায় রাখুন৷ লেখচিত্র সংক্রান্ত কিছু অংক ও চর্চাতে রাখুন৷
রসায়ন: গুরুত্বপূর্ণ বিক্রিয়া গুলো বারবার দেখুন বিশেষ করে জৈবযৌগতে বেশ কিছু উল্লেখ যোগ্য বিক্রিয়ার নাম, তাপমাত্রা, প্রভাবক এগুলো মনে রাখার চেস্টা করুন৷ রসায়নের কিছু অংক যেমন পরিমানগত, তড়িৎ রসায়ন এগুলোর অংক গুলো ও অবশ্যই চর্চা করবেন৷
লেখক: শিক্ষার্থী, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, চবি।