১৮ জানুয়ারি ২০১৯, ১২:৫৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিশেষ প্রস্তুতি-৩   

  © ফাইল ফটো

আগামী মার্চে অনুষ্ঠিত হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। ইতোমধ্য সকল  প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ; বিশেষ প্রস্তুতি ৩ এ থাকছে সাধারণ জ্ঞান সম্পর্কে। সাধারণ জ্ঞানে মূলত ২৫ নম্বর থাকে। বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক ও চলতি ঘটনা নিয়ে মূলত প্রশ্ন করা হয়। 


বাংলাদেশ বিষয়াবলি : 

১.বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ --পুন্ড্র
২.ঢাকা গেট নির্মাণ করেন --মীর জুমলা
৩.সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ --মঙ্গল পান্ডে
৪.১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ছিল -- বৃহস্পতিবার
৫.৭ ই মার্চের ভাষণের মূল বিষয় ছিল -- ৪ টি
৬.মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে --১৭ এপ্রিল ১৯৭১
৭.বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস -- মূল্য সংযোজন কর
৮.নির্মিতব্য মেট্রোরেলের দৈঘ্য --২০.১ কি.মি
৯. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী -- সাঁওতাল।
১০.বাংলাদেশের ঔষধশিল্প পার্ক অবস্থিত -- গজারিয়া, মুন্সিঞ্জ।


চলতি ঘটনাবলি বাংলাদেশ: 

১.বাংলাদেশের ৫০ তম বেসরকারি তফসিলি ব্যাংক -- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
২.বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রুট -- ঢাকা - পঞ্চগড়
৩.দেশের প্রথম পোষা প্রাণীর হাসপাতাল অবস্থিত - পূর্বাচল, ঢাকা
৪.বাংলাদেশ শিপিং কর্পোরেশনে বর্তমান জাহাজের সংখ্যা --৩টি
৫.৭ ই মার্চ ভবন অবস্থিত -- রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬.সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি -- ৫ বছর সশ্রম কারাদণ্ড
৭.একুশে পদক ২০১৮ লাভ করেন -- ২১জন
৮.অর্থনৈতিক সমীক্ষা ২০১৮, অনুযায়ী GDP তে কৃষি খাতের অবদান -- ১৪.১০%


আন্তর্জাতিক বিষয়াবলি :

১. সর্বপ্রথম লোহা আবিষ্কৃত হয়--এশিয়া মাইনরে
২.টিপাইমুখ বাঁধ অবস্থিত -- মনিপুর, ভারত
৩.থাইল্যান্ডের  মুদ্রার নাম -- বাথ
৪.যে দেশের সংবিধান কে শান্তির সংবিধান বলা হয় --জাপান
৫.চীনের বাণিজ্যিক রাজধানী -- সাংহাই
৬.নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম -- শীতল নিবাস
৭. চির শান্তির শহর -- রোম
৮.ইসরাইলের গোয়েন্দা সংস্থা -- মোসাদ
৯. শব্দের চেয়ে দ্রুত বিমান -- সুপারসনিক বিমান
১০.জীবাণু বিদ্যার জনক -- লুই পাস্তুর