দূষিত বাতাসে রুক্ষ চুল? ঘরোয়া উপায়ে করুন চুলের ডিটক্স
দূষিত বাতাস, ধুলোবালি ও গাড়ির ধোঁয়া ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি করে। এছাড়া, সূর্যের অতিবেগনি রশ্মিও চুলের কোলাজেনকে ক্ষতিগ্রস্ত করে চুলের আর্দ্রতা ও সিল্কি ভাব কমিয়ে দেয়। তাই শরীর থেকে যেমন দূষিত পদার্থ বের করা প্রয়োজন, তেমনই চুলও ‘ডিটক্স’ করা জরুরি।
চুলের ‘ডিটক্স’ এর জন্য হেয়ার মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তা কেনার দরকার নেই। ই খুব সহজে চুলের ‘ডিটক্স’ মাস্ক তৈরি করতে পারেন। এতে আপনি কেবল দূষণজনিত ক্ষতির প্রতিকার পাবেন না, বরং চুলের স্বাস্থ্যেও উন্নতি ঘটবে।
জেনে নিন ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে তৈরি করবেন চুলের ‘ডিটক্স’ মাস্ক।
নারকেল ও মধু: চুলের দৈর্ঘ্য অনুযায়ী সমপরিমাণ নারকেল তেল এবং মধু একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে মালিশ করুন। আধ ঘণ্টা রেখে ঈষদুষ্ণ পানিতে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
চারকোল ও দই: চুল থেকে ধুলোবালি পরিষ্কার ও চুলের গোড়া শক্তিশালী করতে এখন অনেকেই চারকোল ব্যবহার করছেন। ৩ চা চামচ চারকোল পাউডারের সঙ্গে ২ চা চামচ টকদই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি পুরো চুলে ভালোভাবে মালিশ করুন। এরপর চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। চুলে তেল থাকা অবস্থায় এই প্যাকটি ব্যবহার করা যাবে না।
অ্যাপেল সিডার ভিনিগার: ২ কাপ পানিতে ২ কাপ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন এটি ব্যবহার করলেই চুল যেমন সাইন করবে, তেমনই মজবুত হবে।
আলোভেরা এবং মধুর মাস্ক: এক টেবিল চামচ আলোভেরা জেল ও এক চা চামচ মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি চুলের গোড়ায় এবং পুরো চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের আর্দ্রতা ফিরিয়ে আনবে।
বেকিং সোডা: ঈষদুষ্ণ পানিতে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। শ্যাম্পু করার পর চুল ভালোভাবে ধুয়ে নিন। শেষবার বেকিং সোডা মিশ্রিত পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি খুশকির সমস্যাও দূর হবে।
শসা ও লেবু: শসার ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে চুল ও মাথার ত্বকে ভালোভাবে মালিশ করুন। অথবা শ্যাম্পুর সঙ্গে এক চা চামচ করে এই মিশ্রণ যোগ করে চুলে ব্যবহার করুন। এই মিশ্রণ চুলের ‘ডিটক্স’ করার পাশাপাশি চুলের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনবে।