০২ নভেম্বর ২০২৪, ০৯:৩৭

যেসব নিয়ম না মানলে ল্যাপটপেও বিস্ফোরণ ঘটতে পারে

ল্যাপটপ  © সংগৃহীত

নিত্যদিনের নানা কাজ যেমন পড়াশোনা, সোশ্যাল মিডিয়ার কাজ, মুভি দেখা কিংবা কন্টেন্ট বানানোর জন্য শিক্ষার্থীদের কাছে ল্যাপটপের জুড়ি মেলা ভার। আকারে ছোট, গড়নে ছিমছাম আর সহজে বহন করা যায় বিধায় ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপই এখন বেশি পছন্দ তরুণদের কাছে।

তবে প্রিয় এই ইলেকট্রনিকস গ্যাজেট বিস্ফোরণের ঝুঁকিও রয়েছে। বিশেষ করে ল্যাপটপ যদি অতিরিক্ত গরম হয়, তবে আগুন লাগার শঙ্কা থাকে। তাই ল্যাপটপ দিয়ে কাজ করার সময় এটি ঠান্ডা রাখা জরুরি।

ল্যাপটপ যদি অতিরিক্ত গরম হয়, তাহলে বিষয়টিকে একেবারেই অবহেলা করা উচিত নয়। এই ভুল উপেক্ষা করলে ল্যাপটপ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, অতিরিক্ত গরম হয়ে গেলে ল্যাপটপও বিস্ফোরিত হতে পারে। কীভাবে ল্যাপটপ ঠান্ডা রাখা যায় জানুন।

কুলিং ফ্যানের যত্ন নেওয়া
ল্যাপটপের কুলিং ফ্যান খুবই দরকারি একটি জিনিস। এটি  ল্যাপটপকে ঠান্ডা রাখতে কাজ করে। পুরনো ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে সমস্যা দেখা দেয়। ল্যাপটপ পুরনো হলে তার ফ্যান মেরামত করতে হবে। কুলিং ফ্যান এটিকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। ল্যাপটপের কুলিং ফ্যান যদি ঠিকমতো কাজ করে, তাহলে ল্যাপটপের বাইরে থেকেই গরম বাতাসের প্রবাহ অনুভব করা যায়। যদি খুব কম বের হয় বা বাতাস বের না হয়, তাহলে কুলিং ফ্যান মেরামত করতে হবে।

অপর্যাপ্ত বায়ু চলাচল
ল্যাপটপের নিচে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে অতিরিক্ত গরম হওয়ার সমস্যাও হতে পারে। কম্পিউটারটিকে উঁচু স্থানে রেখে এই সমস্যার সমাধান করা যায়। এ ছাড়া আমরা বায়ু চলাচলের জন্য ল্যাপটপ কুলিং ম্যাটও কিনতে পারি।

ল্যাপটপ ব্যবহার
একটি বিষয় সব সময় মাথায় রাখতে হবে তা হলো ল্যাপটপ কোলে রেখে ব্যবহার করা একেবারেই ঠিক নয়। এর জন্য একটি ল্যাপ ডেস্ক বা ডক ব্যবহার করা উচিত। একটি ল্যাপ ডেস্ক ল্যাপটপকে ঠান্ডা রাখতে ধারাবাহিক বায়ুপ্রবাহ বজায় রাখতে সাহায্য করবে।

সূর্যালোকের সংস্পর্শ এড়িয়ে চলা
ল্যাপটপ কখনোই সরাসরি সূর্যের আলোতে বের করে কাজ করা উচিত নয়। সূর্যের আলোর কারণে ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার সমস্যা হতে পারে। এটি বিশেষ করে গ্রীষ্মকালে দেখা যায়। বাইরের তাপমাত্রা বেশি থাকলে, আমাদের ল্যাপটপটিকে ঠান্ডা জায়গায় রাখতে হবে।