১৫ হাজারের মধ্যে পাবেন ৫টি স্মার্টফোন

প্রতিনিয়তই বাজারে আসছে স্মার্টফোন
প্রতিনিয়তই বাজারে আসছে স্মার্টফোন  © সংগৃহীত

যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়তই বাজারে আসছে স্মার্টফোন। নানা মডেল আর নানা ফিচারে আমরা ভুলেই যাই বাজেটের কথা। এ কথা বিবেচনায় স্মার্টফোন কোম্পানিগুলো তিনটি সেগমেন্টে স্মার্টফোন বিক্রি করে থাকে। যা হলো হাই অ্যান্ড বা ফ্ল্যাগশিপ, মিড রেঞ্জ ও লো অ্যান্ড বা সাশ্রয়ী মূল্যের ডিভাইস।

বর্তমানে মডেল আর ফিচারের মান বজায় রেখে অল্প বাজেটের মধ্যে স্মার্টফোন কোম্পানিগুলো তাদের পণ্য বাজারজাত করে থাকে। লো অ্যান্ড বা সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলো কম বাজেটের মধ্যে থাকায় সবাই ব্যবহার করতে পারেন।

জেনে নেওয়া যাক অল্প বাজেটের মধ্যে কোন ফোনগুলো কেনা যাবে। ১৫ হাজারের মধ্যে যারা স্মার্টফোন কিনতে চান, তারা এ ডিভাইসগুলো দেখতে পারেন। তবে দোকানভেদে এই ডিভাইসগুলোর দাম কিছুটা কমবেশি হতে পারে।

১৫ হাজারের মধ্যে ৫টি স্মার্টফোন

ইনফিনিক্স হট ১২ প্লে
ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি। আইপিএস এলসিডি। ১০৮০×২৩৪০ পিক্সেলস। ৯০ হার্জ রিফ্রেশ রেট।

প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৩৭

র‍্যাম: ৪ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি: ৬০০০ এমএএইচ

ক্যামেরা: মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এআই লেন্স

সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল

ফিঙ্গারপ্রিন্ট: রিয়ার

দাম: ১৪ হাজার ১৯৯ টাকা।

ভিভো ওয়াই১৭এস
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি। আইপিএস এলসিডি। ৭২০×১৬১২ পিক্সেলস

প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৫

র‍্যাম: ৪ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি: ৫০০০ এমএএইচ

ক্যামেরা: মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর

সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল

ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড

দাম: ১৩ হাজার ৬৯৯ টাকা।

অপ্পো এ৫৭
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি। আইপিএস এলসিডি। ৭২০×১৬১২ পিক্সেলস। ৯০ হার্জ রিফ্রেশ রেট

প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০

র‍্যাম: ৪ জিবি

স্টোরেজ: ৬৪ জিবি

ব্যাটারি: ৫০০০ এমএএইচ

ক্যামেরা: মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর

সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল

ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড

দাম: ১৪ হাজার ৯৯৯ টাকা।

রিয়েলমি সি৫৩
ডিসপ্লে: ৬.৭৪ ইঞ্চি। আইপিএস এলসিডি। ৭২০×১৬০০ পিক্সেলস। ৯০ হার্জ রিফ্রেশ রেট

প্রসেসর: ইউনিসোক টাইগার টি৬১২

র‍্যাম: ৬ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি: ৫০০০ এমএএইচ

ক্যামেরা: মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, ০.৩ মেগাপিক্সেল ডেপথ সেন্সর

সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল

ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড

দাম: ১৪ হাজার ৫৯৯ টাকা।

টেকনো স্পার্ক ১০সি
ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি। আইপিএস এলসিডি। ৭২০×১৬১২ পিক্সেলস। ৯০ হার্জ রিফ্রেশ রেট

প্রসেসর: ইউনিসোক টি৬০২

র‍্যাম: ৪ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি: ৫০০০ এমএএইচ

ক্যামেরা: মেইন ক্যামেরা ১৬ মেগাপিক্সেল, ০.০৮ মেগাপিক্সেল ডেপথ সেন্সর

সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল

ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড

দাম: ১২ হাজার ৭৯৯ টাকা।

কোথায় পাবেন
ফোনগুলো পাওয়া যাবে তাদের নিজস্ব স্টোর ও আউটলেটে। এ ছাড়া বিভিন্ন মার্কেটের ফোনের স্টোরগুলোতে মিলবে এসব স্মার্টফোন। দোকান বা অনলাইন স্টোর থেকে কেনার সময় ওয়ারেন্টি ও আসল ফোন কি না দেখে কিনুন।


সর্বশেষ সংবাদ