একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। এমন গরমে ফ্যান ছাড়া কয়েক মিনিট থাকাও অনেক কষ্টের। গরমে আমরা সাধারণত সিলিং ফ্যান ব্যবহার করে থাকি। রাত দিন বিরামহীনভাবে চলতে থাকে ফ্যান। টানা চলার ফলে অনেকেরই নষ্ট হচ্ছে ফ্যান। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সবার মনে, কতক্ষণ একটানা ফ্যান চালানো যায়?

ফ্যান চালালে তাতে মোটরের অংশ ঘুরতে থাকে। ভেতরের বিয়ারিং টানা ঘুরার ফলে ফ্যান গরম হতে শুরু করে। এভাবে ঘণ্টার পর ঘণ্টা একভাবে চলতে থাকলে ফ্যান ওভারহিট হয়ে যেতে পারে। এমন অবস্থায় ফ্যানের কয়েল পুড়ে যাওয়া বা বিয়ারিং ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের মতে, সিলিং ফ্যান একটানা চালালে প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত এক ঘণ্টা বন্ধ রাখা উচিত। পর্যাপ্ত বিশ্রাম না পেলে এবং একটানা চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যেতে পারে। এমন কী নষ্ট হয়ে যেতে পারে ফ্যানের ভেতরের ওয়্যারিংও। 

এছাড়াও বিদ্যুৎ সাশ্রয় করতে ফ্যানের ব্লেডগুলো প্রতিমাসে অন্তত একবার করে পরিষ্কার করুন। ধুলা-বালি জমা ফ্যান ঘুরতে শক্তি তুলনা মূলক বেশি খরচ হয় ফলে বিদ্যুৎ বেশি যায়।

 

সর্বশেষ সংবাদ