১৭ জুন ২০২৩, ২১:১৮

রসায়নে পড়ব কেন?

  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ঘোষণা করা হয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের ফলাফলও। এই সময় একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী কোন বিষয়ে নিজের ক্যারিয়ার গড়বেন তা নিয়ে সবচেয়ে বেশি দোটানায় ভোগেন। অনেক বিষয়ের মধ্য থেকে রসায়ন কেন পড়বেন এই লেখায় সেদিকে দৃষ্টিপাত করা হয়েছে।

বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন শাখাগুলোর একটি রসায়ন বিজ্ঞান। দেখা যায়, ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী পিওর সাবজেক্ট পড়তে চায় না। অনেকে মনে করে পিওর সাবজেক্ট পড়ে জব ফিল্ড নাই। কিন্তু তারা জব ফিল্ড সম্পর্কে জ্ঞান না রেখেই এসব কথা বলেন। বিজ্ঞানের পিওর তিনটি বিষয়ের মধ্যে রসায়নে জব ফিল্ড সবচেয়ে বেশি। আমি তো মাঝে মাঝে বলি কোথায় রসায়ন নেই?

আরো পড়ুনঃ বশেমুরবিপ্রবিতে ১ কোটি ৩৭ লাখ টাকার অনিয়ম খুঁজে পেল ইউজিসি

সব জায়গাতেই রসায়ন আছে। পায়ের জুতা থেকে শুরু করে মাথার স্যাম্পু, মানুষের জীবন রক্ষাকারী ওষুধ শিল্প থেকে শুরু করে ফসল রক্ষাকারী কীটনাশক শিল্প সবখানেই রসায়নের অবদান রয়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রির পাঁচ ভাগ হলো কৃষি রাসায়নিক, মৌলিক রাসায়নিক, বিশেষ রাসায়নিক, ভোক্তা পণ্য ও ফার্মাসিউটিক্যাল। 
 
বাংলাদেশর সব জায়গাতেই রসায়নের শিক্ষার্থীদের জব করার সুযোগ রয়েছে। গ্র্যাজুয়েট শেষ করে যেসব জায়গায় জব পাওয়ার সুযোগ আছে-

1. In 257 Pharma Company as Quality Control Officer / R&D officer / Scientific officer
2. Govt Job at BCSIR (Science Lab)  as Scientist (As the same grade as a BCS cadre)
3. Govt Job at BCIC (Scientific Officer)
4. Govt Job at PDB (Scientific Officer) 
5.Govt Job at BSTI  (Scientific Officer) 
6. Govt Job at Ministry of Health (Research Chemist)
7. Govt Job at atomic energy Commission  (Scientific officer) +as scientific officer at Roop Pur Atomic Power Plant  (As the same grade as BCS cadre)
8.Govt Job at Fertiliser industries  (Chemist) 
9. As QC / R&D officer in Beverage Industry  (Cocacola, Pepsico etc) 
10. As QC / R&D officer in Food industry  (Pran, Nestle & other multinational companies) 
11. As R&D officer in Plastic,  Ceramic & top Cement industries  (Holcim, Chatak Cement, 7 rings Cement etc) 
12. As Scientist in Cosmetic Industry like Unilever Bangladesh & Reckitt Benckiser..
13. Chemistry teacher (Education Cadre, BCS)

আরও স্পেসিফিক ভাবে ভাগ করে দেখানো যায়-

রসায়নিক কোম্পানি–  বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রি কর্পোরেশন (BCIC), কোহিনূর কেমিকেল, জিডিএস কেমিক্যাল কোম্পানী, IMPRESS CHEMICAL BD, Biolink International, A.K.M International Trading Company Ltd, Jamuna Group, Pineer Equipment and Chemical Co, Remex Corporation Ltd, Prodip Chemical & Company সহ আরো অসংখ্য রাসায়নিক কোম্পানী।

সরকারি ও বেসরকারি ল্যাবরেটরি– বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (BCSIR) – (এখানে রসায়নবিদদের জন্য ৩টি ফ্যাকাল্টি রয়েছে), Institute of Fuel Research & Development (IFRD), Institute of Mining; Mineralogy & Metallurgy (IMMM), Material Chemistry Research Lab – DU , Bangladesh Standards And Testing Institution, কেমটেক বাংলাদেশ, ম্যাটেরিয়াল কেমিস্ট্রি রিসার্চ ল্যাব, PetroBangla ইত্যাদি।

পরিবেশগত সংস্থা– Bangladesh Youth Environmental Initiative, Environment and Social Development Organization, Ambala Foundation ইত্যাদি। 

বিশেষজ্ঞ গবেষণা সংস্থা এবং পরামর্শমূলক– Bangladesh Space Research and Remote Sensing Organization, Bangladesh Jute Research Institute, Bangladesh Agricultural Research Council (BARC)

ফার্মাসিউটিক্যাল– Eskayef, ACME, Beximco, Square, INCEPTA ইত্যাদি।

গার্মেন্টস ইন্ডাস্ট্রি– Beximco Fashion, Square Fashion, Opex Sinha, Fakir Group , Standerd Group Etc.

প্লাস্টিক ইন্ডাস্ট্রি– RFL, Tanin, Partex, Otobi, Bengal etc.

বেসরকারি ফুড কোম্পানি– Haque, Prince Food, Decco, Basumati Group & so on in countless private chemical industries...

এছাড়া দেশে না থেকে বাহিরে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে রসায়ন হবে সবচেয়ে উপযোগী বিষয়। এখন বিশ্বে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে পরিবেশ নিয়ে। যেটা রসায়ন এর একটি বিশেষ শাখা। তাই এই ক্ষেত্রে বহু স্কলারশিপ এর সুযোগ রয়েছে। তাছাড়া অ্যামেরিকা, কানাডা, ইংল্যান্ড, জাপান ও অস্ট্রেলিয়াসহ আরো অনেক দেশ রসায়নে ফুল ফান্ড স্কলারশিপ দেয়। যেখানে রসায়ন বিজ্ঞান থেকে উচ্চশিক্ষার অনেক বেশি সুযোগ রয়েছে।

লেখক: শিক্ষার্থী, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।