যা পড়ানো হয় নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে, ক্যারিয়ার কি?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ২৩ জুন ২০২৩, ০৫:২৯ PM
১৯৭১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যাত্রা শুরু করে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (নেম) বিভাগ। এই বিষয় বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি ও মেরিন ইন্সটিটিউটেও পড়ানো হয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিষয় সচরাচর হয়নি; তবে ইতিমধ্যে কয়েকটি ইঞ্জিনিয়ারিং এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ খোলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভাগটিতে একত্রে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার পড়ানো হয়। এই বিষয় পড়ে আসলে কি করবেন এই বিভাগের শিক্ষার্থীরা? এখানের গ্র্যাজুয়েটরা ইঞ্জিনিয়ার হবেন নাকি আর্কিটেক্ট? দেখুন এই বিভাগের শিক্ষার্থীদের অভিমত।
আরো পড়ুন: প্রতারণার ফাঁদে অধ্যাপক থেকে পিওন, দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা কর্মচারী
মেকানিক্যাল ফ্যাকাল্টি এর অন্তর্ভুক্ত বিভাগ নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (নেম)। মেকানিক্যাল এর বিষয়সমূহ বেশি পড়ানো হলেও এই বিভাগে আর্কিটেকচার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ম্যাটেরিয়ালস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এর কোর্সও রয়েছে। নেম থেকে বিভাগ পরিবর্তন করে শিক্ষার্থীরা সমুদ্রবিদ্যা, পিউর সায়েন্স, ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ রয়েছে।
মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি, মিশিগান ইউনিভার্সিটিতেও নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। এছাড়া সিঙ্গাপুর, নরওয়ে, জাপানসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশেও ক্যারিয়ার গড়তে পারবে এই বিভাগের শিক্ষার্থীরা।
সেনাবাহিনী ও নৌবাহিনীসহ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত শিপইয়ার্ড এবং এফএমসি ডকইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, হাইস্পিড শিপ বিল্ডিং ইত্যাদি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের সুযোগ রয়েছে। ড্রেজার বানানোর চুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্টেও ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেয়া হয় এই বিভাগের শিক্ষার্থীদের।
ব্যাংকসমূহ বিভিন্ন শিপইয়ার্ডে দেওয়া ঋণ ভেরিফাই করার জন্য নেম থেকে ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়। এছাড়াও সংশ্লিষ্ট কিছু সরকারী চাকুরিতে এই বিভাগের গ্র্যাজুয়েটদের জন্য সার্কুলার প্রকাশিত হয়।
এই বিভাগের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর শেষে যোগ্যতা দেখিয়ে বুয়েটেরই শিক্ষক হচ্ছেন। এছাড়া বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি ও মেরিন ইন্সটিটিউটেও শিক্ষক এখানকার গ্র্যাজুয়েটরা।