গুচ্ছের ‘এ’ ইউনিট: রসায়নে ভালো নম্বর পাওয়ার কৌশল

  © টিডিসি ফটো

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তি পরীক্ষায় রসায়ন প্রশ্ন মোটামুটি সহজ এবং কনসেপ্ট বেজড হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থিওরেটিকেল বিভিন্ন বিগত প্রশ্ন রিপিট এসে যায়। সাপোজ মূল এক্সামে বসলে, রসায়ন থেকে ভালো মার্ক্স তুলে ফেললে প্রথম ২০ মিনিটের মধ্যেই। তাহলে একটা কনফিডেন্স কাজ করবে। বায়োলজি দাগিয়ে শুরু করা ভালো।

ট্রিকি প্রশ্ন, যেমন একটা যৌগ দিয়ে বলবে এর pH কত? যৌগটা যদি সালফিউরিক এসিড হয় তাহলে ঘনমাত্রার সাথে দুই দ্বারা গুণ করতে হবে। এরকম থাকতে পারে। তাই খুব বুঝে শুনে ঠাণ্ডা মাথায় প্রশ্ন গুলোর উত্তর করতে হবে।

শুধুমাত্র সকল বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্ন সলভ করে গেলেও অনেকগুলো টপিক কমন পাবে। বিগত বছরের শাবিপ্রবি ও গুচ্ছ এনালাইসিস অনুযায়ী গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য নিচের টপিকগুলো ভালো ভাবে পড়তে পারো- 

গুণগত রসায়ন
• কোয়ান্টাম তত্ত্ব বিস্তারিত
• H কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি ও ব্যাসার্ধ নির্ণয়
• দ্রাব্যতার ম্যাথ
• হুন্ড, আউফবাউ নীতি
• ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম (Cu)
• কোয়ান্টাম সংখ্যার চারটি সেট দিয়ে বলতে পারে কোনটি সঠিক না?
• আয়ন শনাক্তকরণ বিস্তারিত

রাসায়নিক পরিবর্তন
• E ফ্যাক্টর নির্ণয়
• বিক্রিয়ার হার নির্ণয় + বিক্রিয়া ক্রমের একক
• প্রভাবক
• Kp ও Kc এর একক ও ছোট ম্যাথ
• বিক্রিয়া উল্টে গেলে Kp Kc মানের পরিবর্তন
• pH নির্ণয়
• লা শাতেলিয়ারের নীতি
• বাফার দ্রবণ ***

মৌলের পর্যাবৃত্ত ধর্ম
• সংকরন **
• ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নিকরন শক্তি , আকার
• বিভিন্ন বন্ধন এর বিস্তারিত
• পর্যায় সারণিতে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে আসলে যেসব পরিবর্তন হয়
• চুম্বকীয় ধর্ম

এই অধ্যায়ের যেকোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে।

পরিবেশগত রসায়ন
• PV= n RT রিলেটেড ম্যাথ এবং গ্যাস এর সংকোচনশিলতা + গ্যাস তরলিকরণ 
• বয়েল, চার্লস, গ্রাহাম এর সূত্রের ম্যাথ
• RMS বেগ
• আংশিক ভগ্নাংশ, মোল ভগ্নাংশ নির্ণয়
• CFC এর নামকরণ
• গ্যাস এর গতিশক্তি
• অনুবন্ধি এসিড ও ক্ষারক ***

জৈব রসায়ন
• সমানুতা
• IUPAC নামকরণ
• বেনজিন সক্রিয় ও নিষ্ক্রিয়কারী মূলক
• ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল
• SN1, SN2, সাইজেফ নীতি
• Ortho ও প্যারা, মেটা নির্দেশক
• হেটারোসাইক্লিক যৌগ সমুহ
• এছাড়া সকল প্রস্তুতি বিক্রিয়া ও বিজ্ঞানীর নামীয় বিক্রিয়া।
• ওজোনিকরণ বিক্রিয়া
• বিজ্ঞানীর নামীয় বিক্রিয়া 
• সকল সক্রিয়তা ও স্থায়িত্বের ক্রম
• এল্ডল ঘনীভবন, ক্যানিজারো বিক্রিয়া
• Inductive Effect**
• Alcohol, Aldehyde ketone বেশি ইম্পর্ট্যান্ট

জৈব রসায়ন এর সবই পড়তে হবে। আরো অনেক কিছু আছে গুরুত্বপূর্ণ লিস্টে।

জৈব রসায়ন থেকে গতবছর ৯টি প্রশ্ন ছিলো। যেহেতু ২৫টির মধ্যে ৯টিই জৈব রসায়ন থেকে হলো তাই জৈব রসায়ন অবশ্যই ভালো ভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে যদি ওভারল ভালো মার্ক্স পেতে চাও। ইউটিবে ক্লাস করে এখনই ভালো ভাবে কনসেপ্ট গুলো বুঝে নাও।

পরিমাণগত রসায়ন
• অণুর সংখ্যা নির্ণয়, মোল সংখ্যা, ভর নির্ণয়
• অর্ধ জারণ বিজারণ বিক্রিয়া রিলেটেড তথ্য 
• বিক্রিয়ার সমীকরণ থেকে আয়তন, ভর নির্ণয়***
• s1v1 = s2v2 সূত্রের ম্যাথ। কতটুকু পানি যোগ করলে টাইপের ***
• মোলারিটি নির্ণয়

তড়িৎ রসায়ন
• w=MIT/nF সূত্রের ম্যাথ। যেকোনো কিছু বের করতে বলতে পারে
• কোষ এর তড়িৎচালক বল emf নির্ণয়
• সেল এর pH নির্ণয়
• বিক্রিয়া স্বতস্ফূর্ত হবে কিনা যাচাই
• মুক্ত শক্তির পরিবর্তন
• তড়িৎ রাসায়নিক সিরিজ সংক্রান্ত তথ্য

এগুলোর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ টপিক ও তথ্য আছে। সবই পড়তে হবে। এই টপিকগুলো বেশি গুরুত্ব দিতে পারো গুচ্ছের জন্য। তবে সবই পড়তে হবে পরীক্ষায় ভালো করতে হলে। হাজারী স্যারের মূল বই এর প্রত্যেকটা টপিক ভালোভাবে পড়ে যাও।

লেখক: শিক্ষার্থী, রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


সর্বশেষ সংবাদ