১১ এপ্রিল ২০২৩, ১৪:৫২

ঈদের আগেই ত্বকের সজীবতায় যা যা করবেন

ঈদের আগে চাই ত্বকের বাড়তি যত্ন  © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের দিন ঝকঝকে ত্বক চাই আমরা সবাই। রোজায় ব্যস্ততার কারণে অনেকেরই নিয়মিত ত্বকের যত্ন নেওয়া হয় না। এর ওপর অপর্যাপ্ত পানি পান, ইফতারে ভাজাপোড়া খাওয়ার কারণে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ জন্য ঈদের কিছুদিন আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে।

এক মাস রোজা রেখে ত্বক কিছুটা শুষ্ক। এছাড়া ত্বকের মলিনতা সব মিলিয়ে ত্বকের যত্ন নেয়ার এখনই উপযুক্ত সময়। কারণ ঈদের দিন শুধু নতুন পোশাক পরলেই নিজেকে সুন্দর দেখাবে এমন নয়, প্রয়োজন ত্বকের সজীবতা। অনেকে ব্যস্ততার কারণে পার্লারে যেতে পারছেন না। সেক্ষেত্রে ঘরোয়াভাবেই ত্বকের যত্ন করতে পারেন। এতে  ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।

ঈদের আগে ত্বকের যত্ন 

ব্ল্যাকহেডস দূর করতে
নাক ও ঠোঁটের আশেপাশের লোমকূপ কালচে হয়ে চেহারা প্রাণহীন দেখাচ্ছে? এগুলোকে বলে ব্ল্যাকহেডস। লোমকূপ বন্ধ হয়ে স্রিস্তি হয় ব্ল্যাকহেডস। ঈদের আগে ঘরোয়া উপায়েই দূর করতে পারেন বিরক্তিকর ব্ল্যাকহেডস। এজন্য একটি ডিম থেকে কুসুম আলাদা করে সাদা অংশ নাকের আশেপাশের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন। 

মিস্ট ব্যবহার করুন
গরমে ত্বক সজীব রাখতে ফেসিয়াল মিস্ট ব্যবহার করুন। গ্রিন টি এর লিকারের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে স্প্রে করুন ত্বকে। 

বিভিন্ন ফলের সমারোহে আমরা ইফতার সাজাই। আপনি জানেন কী এই ফল দিয়েই হতে পারে আপনার ত্বকচর্চা। ইফতার থেকে দু এক টুকরো ফল দিয়ে নিয়মমাফিক ব্যবহার করে সতেজতাকে ধরে রাখতে পারেন।

শসা
শসার বিকল্প মেলা ভার। শসা ভাল টোনারের কাজ করে। শসার সঙ্গে কয়েক ফোঁটা পুদিনা পাতার রস ও মধু মিশিয়ে ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন।

আপেল
ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে আপেলের জুড়ি নেই। আপেলের একটু পেস্ট বা রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে দেখুন আপনার ত্বক উজ্জ্বল হয়ে উঠেছে। এছাড়া ত্বক সজীব রাখার জন্য পর্যাপ্ত আপেল খান।

আঙুর
এ্যাসট্রিনজেন্ট ও ময়শ্চারাইজার হিসেবে আঙুরের স্থান অনেক উপরে। আঙুরের রস করে ফ্রিজে রাখবেন, ঠান্ডা অবস্থায় মুখে লাগিয়ে ১০ মিনিট পর সুতি কাপড় দিয়ে মুখটা মুছে নেবেন। কোন পানি লাগাবেন না। এতে ত্বকের ময়শ্চারাইজারের মাত্র ঠিক থাকবে।

উজ্জ্বল ও পরিষ্কার ত্বকের জন্য কয়েকটি ফেস প্যাক

* টক দইয়ের সঙ্গে মধু ও লেবু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। 
* বেসন ও টক দই একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হবে।
* ত্বকে অ্যালোভেরার জেল লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। 
* পাকা পেঁপে ও মধুর প্যাক বানিয়ে লাগান ত্বকে। উজ্জ্বল ও মসৃণ হবে ত্বক।
* ১/৩ কাপ মুলতানি মাটির সঙ্গে গোলাপের পাপড়ির গুঁড়া ও কমলার খোসার গুঁড়া মিশিয়ে নিন। পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান এই পেস্ট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
* চন্দন, কমলার খোসার গুঁড়া ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে নিন।  

ম্যানিকিউর ও পেডিকিউর
ঈদের অন্তত এক সপ্তাহ আগেই হাত-পায়ের যত্নে একবার ম্যানিকিউর ও পেডিকিউর করানো খুব জরুরি। রোজার মাসে ইফতারি তৈরি ও সাহরি রান্নাবান্নায় হাতের ওপর দিয়ে অনেক ধকল যায়। হাতের যত্নে পার্লারে গিয়ে ম্যানিকিউর করে নিতে পারেন। সঙ্গে পায়ের যত্নে পেডিকিউর করালেও ভালো ফল পাওয়া যাবে। অনেক পার্লার ঈদ উপলক্ষে হাত ও পায়ের যত্নে ম্যানিকিউর-পেডিকিউরে নানা প্যাকেজ সেবা দেয়। 

পার্লারে ম্যানিকিউর-পেডিকিউরে নখ, কিউটিকল, কনুই থেকে পায়ের পাতা, গোড়ালির যত্ন নেওয়া হয়ে যায়। চাইলে বাড়িতেও ম্যানিকিউর-পেডিকিউর করতে পারেন। এ জন্য ম্যানিকিউর-পেডিকিউর করার জন্য বিশেষ ব্রাশ কিনে নিতে পারেন। টুথব্রাশ দিয়েও কাজ সারতে পারেন। অথবা ম্যানিকিউর-পেডিকিউর সেট কিনে ব্যবহার করতে পারেন। মৃত কোষ দূর করে ত্বককে কোমল ও উজ্জ্বল করে তুলতে ম্যানিকিউর ও পেডিকিউর খুব উপকারী। এতে হাত-পায়ের রুক্ষভাব কমে আসে।