দ্রুত কাজ, দীর্ঘ ব্যাকআপ নিয়ে বাজারে আসছে ভিভো এক্স৩০০ প্রো
ফ্ল্যাগশিপের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করতে ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ডিভাইস ভিভো এক্স৩০০ প্রো। প্রো লেভেলের টেলিফটো ক্যামেরা এবং উচ্চমানের পারফরম্যান্সের এই সংমিশ্রণ ডিভাইসটিকে সত্যিই শক্তিশালী করে তুলেছে। এ অসাধারণ পারফরম্যান্সের মূলে রয়েছে ভিভো ও মিডিয়াটেকের সহযোগিতায় তৈরি ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ চিপসেট। যা, কুইক রেসপন্স ও দুর্দান্ত পারফরম্যান্সের সাথে নিশ্চিত করে স্মুথ এক্সপেরিয়েন্স।
শক্তিশালী ৪.২১ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসরের সাথে প্রস্তুত ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ চিপসেটটি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সিপিইউগুলোর মধ্যে একটি। শক্তিশালী কোর, ডেডিকেটেড ইমেজিং চিপ এবং ভিভোর অত্যন্ত দক্ষ ইমেজিং এনপিইউ মিলিত হয়ে এক্স৩০০ প্রো-কে করেছে আরও উন্নত।
ভিভোর নতুন এ ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে যুগান্তকারী ডুয়াল-চিপ ইন্টিগ্রেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শক্তিশালী ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ প্রসেসরের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয়েছে ভিভোর নিজস্ব ভিথ্রি+ ইমেজিং চিপ। এই সমন্বয়ের ফলে ফোনটির পেশাদার গ্রেডের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং কম আলোতে ছবি তোলার দক্ষতা বহুগুণ বৃদ্ধি পায়। ডুয়াল-চিপ প্রযুক্তির কারণে ছবি তোলার সময় ক্যামেরা দ্রুত রেসপন্স করে, পোর্ট্রেট ভিডিও হয় আরও স্মুথ এবং যেকোনো পরিস্থিতিতে ফোনটি স্থিরভাবে কাজ করে।
ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরার সাথে আল্ট্রা-সেন্সিং সেন্সর ও সিআইপিএ ৫.৫-রেটেড গিম্বেল স্ট্যাবিলাইজেশন। পাশাপাশি ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরার এই শক্তিশালী সেটআপকে ডাইমেনসিটি চিপ আরও শক্তিশালী ব্যাকআপ দেয়।
এছাড়াও, এআরএম মালি জি-ওয়ান আল্ট্রা গ্রাফিক্স প্রসেসর ডাইমেনসিটি ৯৫০০-এর সাথে যুক্ত হয়ে গেমিং ও ভিডিও স্ট্রিমিং করে একদম স্মুথ, যা ৩৩ শতাংশ উন্নত পারফরম্যান্সের সাথে ৪২ শতাংশ ব্যাটারি কনসাম্পশন কমিয়ে দেয়। অন্যদিকে, ডাইমেনসিটি ৯ হাজার ৫০০-এর সাথে থাকা ভিথ্রি+ চিপ এবং নতুন প্রজন্মের ইমেজিং এনপিইউ, এআই প্রসেসর ফোকাস ট্র্যাকিং এবং ভিডিও প্রসেসিংকে করে আরও স্মার্ট ও নির্ভুল।
নতুন অরিজিনওএস ৬, ডাইমেনসিটি ৯ হাজার ৫০০-এর শক্তিকে কাজে লাগিয়ে সিস্টেমকে আরও দ্রুত ও মসৃণ করে তোলে। অ্যাপ সুইচিং, অ্যানিমেশন এবং ইউআই ট্রানজিশনে পাওয়া যায় আরও স্মুথ অভিজ্ঞতা। দীর্ঘ সময় পারফরম্যান্স ধরে রাখতে ভিভো এক্স৩০০ প্রো-তে রয়েছে ৬ হাজার ৫১০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, সঙ্গে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। বড় ব্যাটারি ও এনার্জি-এফিশিয়েন্ট ডাইমেনসিটি ৯৫০০ একসাথে নিশ্চিত করে দীর্ঘ ব্যাকআপ ও দ্রুত চার্জিং সুবিধা।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ ভিভো এক্স৩০০ প্রো-কে শুধু একটি ফ্ল্যাগশিপ ফোন নয়, বরং একটি পূর্ণাঙ্গ পাওয়ারহাউসে রূপ দিয়েছে। দ্রুত গতি, কম পাওয়ার খরচ এবং স্থিতিশীল হাই-ডিমান্ড পারফরম্যান্স সবকিছুর নিখুঁত সমন্বয়ে ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ আধুনিক স্মার্টফোন অভিজ্ঞতার নতুন মানদণ্ড স্থাপন করেছে।