২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭

অনলাইন থেকে নিজের পছন্দমতো সিম নম্বর বানাবেন যেভাবে

প্রতীকি ছবি  © সংগৃহীত

দেশের সব জায়গায় সব মোবাইল অপারেটরের নেটওয়ার্ক শক্তিশালী নয়। একেক এলাকায় এক অপারেটরের নেটওয়ার্ক ভালো থাকে। এ কারণে গ্রামে গিয়ে অনেকে নেটওয়ার্ক সমস্যায় ভোগেন। এ সমস্যার সমাধানে চাইলে অনলাইন থেকে নিজের পছন্দমত নাম্বার বানিয়ে নিতে পারবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১৮ সালের অক্টোবরে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের এই সেবা চালু করে। ঘটা করে এমএনপি সেবা চালু করলেও তা জনপ্রিয় হয়নি।

দেশে জনপ্রিয় মোবাইল অপারেটরের মধ্যে রয়েছে—গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক। পছন্দের সিম কিনতে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের ওয়েব সাইটে যান। তারপর পছন্দমতো অপারেটর বেচে নিন। 

অপারেটরগুলো মধ্যে গ্রামীণফোনের সার্ভিসটি আপাতত বন্ধ আছে। এছাড়া রবি এবং এয়ারটেলের পুরো নম্বরটি নিজের মত করে পছন্দ করা যায়। তবে বাংলালিংক অপারেটরে ৩ থেকে  ৬টি ডিজিট পছন্দ মত দেওয়া যায়।

এদিকে টেলিটকে অনলাইনে সিম কেনা গেলেও নম্বর পছন্দ করার অপশন খুঁজে পাওয়া যায়নি। অপারেটরগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল নেটওয়ার্ক টেলিটকের। তবে সম্প্রতি রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটরটি যুক্ত হচ্ছে প্রায় ১ হাজার ৪০০ নতুন টাওয়ার।

সিম ক্রয় করতে অনলাইনে নাম, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি ফিলাপ করে আবেদন করতে হয়। এ ক্ষেত্রে আপনি কোন এলাকা থেকে সিম কিনবেন সেটিও উল্লেখ করতে হয়। সিম অপারেটরগুলো আপনার এলাকায় এই সিম আছে কি না তা চেক করে অনলাইনে আপডেট দেখাবে।