০৮ আগস্ট ২০২৫, ১৫:১২

এআইনির্ভর সার্চ ইঞ্জিন চালু করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির সঙ্গে অংশীদার হয়ে নতুন এআই চালিত সার্চ ইঞ্জিন উন্মোচন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া। এটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালের অংশ হিসেবে চালু হয়েছে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ট্রুথ সার্চ এআই’ নামের এই ফিচারটি ট্রুথ সোশালের ওয়েব ব্রাউজার সংস্করণে যুক্ত হয়েছে। ট্রাম্প মিডিয়ার প্রধান নির্বাহী ডেভিন নুনেস দাবি করেছেন, এআই ফিচারটি প্ল্যাটফর্মটিকে যুক্তরাষ্ট্রপ্রেমী ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর করে তুলবে।

পারপ্লেক্সিটির প্রধান বাণিজ্য কর্মকর্তা দিমিত্রি শেভেলেনকো বলেন, ‘ট্রুথ সোশালের ব্যবহারকারীরা নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। তাদের জন্য সরাসরি, নির্ভরযোগ্য উত্তর ও তথ্যের উৎস দেওয়ার মাধ্যমে কৌতূহলকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।’

তবে পারপ্লেক্সিটি আগেও কপিরাইট লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে। নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক পোস্ট এবং ডাও জোন্স প্রতিষ্ঠানটি বিরুদ্ধে অভিযোগ তুলেছে। পাশাপাশি সাইবার নিরাপত্তা সংস্থা ক্লাউডফ্লেয়ার অভিযোগ করেছে, পারপ্লেক্সিটি অনুমতি ছাড়াই ওয়েবসাইটের কনটেন্টে প্রবেশ করেছে, এমনকি বট প্রতিরোধী নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ডেটা সংগ্রহ করেছে।

ক্লাউডফ্লেয়ারের সিইও ম্যাথিউ প্রিন্স কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন, ‘কিছু এআই কোম্পানি উত্তর কোরিয়ার হ্যাকারদের মতো আচরণ করছে। তাদের নাম প্রকাশ, লজ্জা দেওয়া ও ব্লক করার সময় এসেছে।’

পারপ্লেক্সিটি এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, ডেটা সংগ্রহের দায় তাদের সরাসরি নয়, বরং তারা যেসব থার্ড পার্টি পরিষেবা ব্যবহার করে, তাদের ওপর বর্তায়।

নতুন সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের নিষেধাজ্ঞা বা ব্লক এড়িয়ে ডেটা সংগ্রহ করবে কি না—এ প্রশ্নে ট্রাম্প মিডিয়া বলেছে, তাদের উদ্দেশ্য হলো ‘বড় প্রযুক্তি কোম্পানির মত প্রকাশের স্বাধীনতার ওপর দমননীতি বন্ধ করা, ইন্টারনেট উন্মুক্ত রাখা এবং ব্যবহারকারীদের নিজের মত প্রকাশের সুযোগ ফিরিয়ে দেওয়া।’