২৭ জুলাই ২০২৫, ০২:১৫

ভিভো ওয়াই৪০০ এর সাথে পানির নিচেও পারফেক্ট শট

ভিভো ওয়াই৪০০  © সংগৃহীত

দেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর ছবির নতুন জগৎ উন্মোচনের প্রতিশ্রুতি নিয়ে বাজারে এলো ভিভোর ওয়াই সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ওয়াই৪০০। আন্ডারওয়াটার ফটোগ্রাফির জন্য তৈরি এই স্মার্টফোনে মিলছে এমন সব ফিচার, যা অ্যাডভেঞ্চারপ্রিয় ও ফটোগ্রাফিপ্রেমীদের জন্য হয়ে উঠবে আদর্শ সঙ্গী।

ভিভো ওয়াই৪০০-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর আইপি৬৯ রেটিং, যা পানির নিচে ছবির জগৎ ধরে রাখতে সক্ষম করে এই ডিভাইসকে। ধুলাবালি ও পানির বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষার পাশাপাশি এই ফোনটি পরিষ্কার পানির নিচে দুই মিটার গভীরে টানা ৩০ মিনিট সক্রিয়ভাবে কাজ করতে পারে। ফলে সমুদ্র, ঝরনা, সুইমিংপুল কিংবা বর্ষার দিনে বৃষ্টিভেজা আবহেও ক্যামেরা ক্যাপচারে কোনো বিঘ্ন ঘটবে না।

ডিভাইসটি ভেজা হাতেও সাবলীলভাবে কাজ করতে সক্ষম, এমনকি এটি নিজে থেকেই আর্দ্রতার মাত্রা শনাক্ত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। ফলে অ্যাডভেঞ্চার, ভ্রমণ কিংবা আবহাওয়ার বৈরিতায়ও স্মার্টফোন ফটোগ্রাফি থাকবে সম্পূর্ণ নির্বিঘ্ন।

শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয়, ভিভো ওয়াই৪০০ নজর কেড়েছে এর নান্দনিক ডিজাইন দিয়েও। মাত্র ৭.৯ মিমি পুরু ইউনিবডি ফ্রেমের এই ফোনটি এসেছে দুটি মনকাড়া রঙে রেশমি ছোঁয়ায় ডাইনামিক গ্রীন ও প্রাকৃতিক আলোয় আলোকিত পার্ল হোয়াইট। এর মিনিমালিস্টিক ফিনিশ এবং স্লিক ডিজাইন নিশ্চিত করে প্রিমিয়াম ও স্টাইলিশ লুক।

যারা ক্যামেরাকে শুধু ডিভাইস নয়, বরং এক্সপ্লোরেশনের একটি মাধ্যম হিসেবে দেখে থাকেন, তাদের জন্যই উপযোগী এই স্মার্টফোন। আধুনিক ফটোগ্রাফির নতুন দিগন্ত, আন্ডারওয়াটার ক্যামেরা অভিজ্ঞতা এবং সুরক্ষিত প্রযুক্তির সমন্বয়ে ভিভো ওয়াই৪০০ হয়ে উঠেছে নতুন সময়ের নিখুঁত সঙ্গী। স্মৃতির ভাণ্ডারে এখন সংরক্ষিত হবে পানির নিচেরও সব রঙিন মুহূর্ত।