০২ জুলাই ২০২৫, ১৩:৪৪

দাম কমেছে ইন্টারনেটের, কার্যকর শুরু

ইন্টারনেট  © ইন্টারনেট

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর! ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ঘোষণা করেছে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় পাওয়া যাবে। এই নতুন হার গতকাল ১ জুলাই (মঙ্গলবার) থেকেই কার্যকর হয়েছে।

আইএসপিএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশে কোনো আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) আর ৫ এমবিপিএস গতির প্যাকেজ দিচ্ছে না; এখন গড়ে সবাই কমবেশি ১০ এমবিপিএস গতি সরবরাহ করছে। সেই বিবেচনায় নতুন করে ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘আমরা চাই ইন্টারনেট সেবায় বাংলাদেশের অবস্থান আরও উন্নত হোক। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) ও রাজস্ব ভাগাভাগি (Revenue Sharing) তুলে নেয়, তাহলে ভবিষ্যতে আমরা ব্রডব্যান্ড সংজ্ঞা অনুযায়ী গ্রাহকদের ন্যূনতম ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ দিতে পারব।’ তিনি আরও জানান, অনেক গ্রাহকই মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে অনীহা প্রকাশ করেন, যদিও এই ভ্যাট আইএসপিগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

আইএসপিএবির এই পদক্ষেপে দেশের ব্রডব্যান্ড ব্যবহারকারীরা সাশ্রয়ী দামে উন্নত গতি পেতে শুরু করবেন বলে আশা করা হচ্ছে।