স্টারলিংকের বাংলাদেশে যাত্রা শুরু, গ্রাহকের নাগালেই দুই প্যাকেজ
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। প্রথমিকভাবে দুটি প্যাকেজে সেবা দেবে তারা। এ জন্য সর্বোচ্চ ছয় হাজার টাকা খরচ হবে গ্রাহকের। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব আজ মঙ্গলবার (২০ মে) ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ‘স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।’
আরও পড়ুন: আছিয়ার রায় ১২ কার্যদিবসে, বাকি ধর্ষণ মামলাগুলোও কি ৯০ দিনে রায় পাবে?
তিনি আরও বলেন, ‘শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। একটি ৬ হাজার টাকা, অপরটি ৪ হাজার ২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।
বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুতে স্যারের প্রত্যাশাটি বাস্তবায়িত হলো। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’