শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুকেশ আম্বানির ৫ পরামর্শ, বদলে যেতে পারে জীবন
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। তিনি শুধু ভারত নয়, গোটা বিশ্বেরই অন্যতম প্রভাবশালী শিল্প উদ্যোক্তা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক। ফোর্বস ম্যাগাজিনের ২০২৪ সালের তথ্যানুসারে, বিশ্বে ১১তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি, অর্থাৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার। তিনি ধীরে ধীরে তার সাম্রাজ্য বৃদ্ধি করেছেন, বাড়িয়েছেন সম্পদ। একদিনে তার বিত্ত-বৈভব বৃদ্ধি পায়নি। এর পেছনে রয়েছে তার তীব্র অধ্যবসায় ও পরিশ্রমের করুণ কাহিনি। সেসব হতে পারে তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস।
গুজরাটের গান্ধীনগরে পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটির ১২তম সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। মঙ্গলবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত সমাবর্তনে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনের ৫টি গুরুত্বপূর্ণ পাঠ তুলে ধরেছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়েছে।
প্রথম পরামর্শ: নিজেদের আগ্রহ খুঁজে বের করা
মুকেশ আম্বানি তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রথম যে বিষয়টির ওপর গুরুত্বারোপ করতে বলেন তা হল নিজেদের আগ্রহ খুঁজে বের করা। এ বিষয়ে তিনি বলেন, ‘আপনার সত্যিকারের আগ্রহ খুঁজে বের করুন এবং সেই দিকে মনোযোগ দিন। যে কাজ আপনি ভালোবাসেন, সেটি করার মধ্যে আনন্দ পাবেন। যখন আপনি কোনো কাজের প্রতি উৎসাহী হবেন, তখন সেটি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। চ্যালেঞ্জগুলো তখন আর বাধা হয়ে দাঁড়াবে না, বরং সেগুলো হবে আপনার উন্নতির পথে নতুন দিকনির্দেশনা।
দ্বিতীয় পরামর্শ: সবসময় নতুন কিছু শিখতে হবে
জীবনে উন্নতি করতে হলে নিরন্তর শেখার অভ্যাস গড়তে হবে জানিয়ে আম্বানি বলেন, ‘আজকের বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সারাজীবন শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। শেখা কখনো থেমে থাকে না, তাই আপনাদের সবসময় নতুন কিছু শিখতে হবে। এটা আপনার জীবনে সাফল্য বয়ে আনবে।’
তৃতীয় পরামর্শ: নিজের জ্ঞান অন্যের সঙ্গে শেয়ার করা
নিজের অর্জিত জ্ঞান অন্যের সাথে শেয়ার করার বিষয়ে গুরুত্বারোপ করে ভারতীয় এই ধনকুবের বলেন, ‘জ্ঞান একটি অমূল্য সম্পদ। জ্ঞান শেয়ার করা হলো এক ধরনের বিনিয়োগ যা কখনো বৃথা যায় না। যখন আপনি আপনার জ্ঞান অন্যদের সাথে ভাগ করেন, তখন এটি শুধু তাদের জীবনকেই সমৃদ্ধ করে না, আপনার নিজের জীবনকেও আরও উন্নত করে তোলে।’
তিনি আরও বলেন, ‘জ্ঞান তখনই বৃদ্ধি পায় যখন তা অন্যদের সাথে শেয়ার করা হয়। আপনার অর্জিত জ্ঞান অন্যদের সাহায্য করতে কাজে লাগান। একে অপরকে সাহায্য করার মাধ্যমে আপনি নিজে আরও উন্নত হতে পারেন এবং একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারেন।’
চতুর্থ পরামর্শ: অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা
অর্থপূর্ণ সম্পর্ক গড়ার গুরুত্ব ব্যাখ্যা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক বলেন, ‘আপনার জীবনে যে-সব সম্পর্ক গড়ে তুলবেন, তা যেন প্রকৃত অর্থপূর্ণ হয়। বিশ্বাস এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক তৈরি করুন, কারণ এই সম্পর্কগুলোই আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের মূল ভিত্তি হবে। এমন সম্পর্ক গড়ুন যা আপনার জীবনে দীর্ঘস্থায়ী হবে।’
পঞ্চম পরামর্শ: পারিবারিক বন্ধনকে শক্তিশালী করা
জীবনে উন্নতি করতে হলে পরিবারের বিকল্প নেই উল্লেখ করে মুকেশ আম্বানি বলেন, ‘পরিবারই জীবনের মূল শক্তি এবং প্রেরণার উৎস। এটি আপনাকে শুধু ভালোবাসা এবং সমর্থন দেয় না, বরং জীবনে সঠিক পথে চলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়। তাই পারিবারিক বন্ধনকে শক্তিশালী করুন।’