হার্ভার্ডে সুযোগ পাওয়া নিয়ে জুলহাস মোল্লাকে ঘিরে ছড়ানো দাবিটি মিথ্যা
সামাজিক মাধ্যমে ছড়ানো একটি পোস্টে দাবি করা হচ্ছে, নিজ হাতে বিমান বানিয়ে তাক লাগানো মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা “যুক্তরাজ্যের হার্ভার্ড ভার্সিডিতে” চান্স পেয়েছেন। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া।
বিষয়টি ঘিরে ছড়ানো দুইটি স্ক্রিনশটের একটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনের, যেখানে বলা হয়—জুলহাস মোল্লা নিজ হাতে তৈরি রেডিও-নিয়ন্ত্রিত বিমান উড়িয়েছেন। আর অন্যটি ‘আহমেদ হাসান’ নামের এক ব্যক্তির হার্ভার্ডে সুযোগ পাওয়ার পোস্টের স্ক্রিনশট। এই দুই ভিন্ন ঘটনার স্ক্রিনশট কোলাজ করে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে।
জুলহাস মোল্লা মানিকগঞ্জের শিবালয় উপজেলার একজন এসএসসি পাস ইলেকট্রনিক মেকানিক, যিনি আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা নিতে পারেননি। অন্যদিকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে সুযোগ পাওয়া আহমেদ হাসান ঢাকার নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রাক্তন শিক্ষার্থী।
তাছাড়া, প্রচারিত পোস্টে হার্ভার্ডকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় বলা হলেও এটি আসলে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয়।
আহমেদ হাসানের ভর্তির খবরকে ভুলভাবে জুলহাস মোল্লার সঙ্গে মিলিয়ে হার্ভার্ডে সুযোগ পাওয়ার মিথ্যা দাবি ছড়ানো হয়েছে, যার কোনো ভিত্তি নেই।