০৯ মে ২০২২, ২০:১৪

টেকনিক্যাল কলেজ যেন টিকটকারদের শুটিং স্পট

টিকটক বানাচ্ছেন তরুণ-তরুণীরা   © টিডিসি ফটো

দেশের জনগণকে আরও বেশি দক্ষ জনশক্তিতে পরিণত করে গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্প হাতে নিয়েছিল। সেই প্রকল্প পরিকল্পনা অনুযায়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর শহরের অদূরে গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ গড়ে উঠেছে।

তবে সেই প্রতিষ্ঠানে নিয়ে এলাকাবাসীদের মধ্যে নানান উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বর্তমানে বন্ধ রয়েছে। তবে প্রতিষ্ঠানটিতে স্থানীয় কিছু তরুণ-তরুণী অবস্থান করছেন। তারা ক্লাস রুমের ভিতরে ঢুকে হরহামেশাই বাংলা ও হিন্দি গানের তালে নানান অঙ্গ ভঙ্গিতে বিভিন্ন টিকটিক ভিডিও তৈরি করছেন। এক কথায় এ প্রতিষ্ঠানটি স্থানীয় টিকটকারদের আস্তানায় রূপ নিয়েছে।

এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পরছে। এতে পুরো গোলাপগঞ্জ জুড়ে বইছে সমালোচনার ঝড়। স্থানীয় সচেতন বাসিন্দারা শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে এসব নোংরামি কাজ মেনে নিতে পারছেন না। 

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও গুলোতে দেখা যাচ্ছে, লাইকি ও টিকটক আসক্ত কয়েকজন তরুণ বিনোদনের নামে প্রতিষ্ঠানের ক্লাসরুমসহ ভবনের বিভিন্ন জায়গায় নানান অঙ্গভঙ্গিতে অশ্লীল ভাষাসহ বিভিন্ন হিন্দি ও বাংলা গান ডায়লগ যুক্ত ভিডিও কন্টেন্ট তৈরি করছেন।

আরও পড়ুন : প্রেমিকের বাসায় বিষপানে অসুস্থ, আইসিইউ থেকে না ফেরার দেশে

স্থানীয় ইউপি সদস্য তারেক আহমদ জানান, বিষয়টি আসলেই লজ্জাজনক। এ বিষয়ে আমি কলেজ কর্তৃপক্ষের সাথে আলাপ করবো। কলেজে প্রহরী নিয়োগ দেওয়া হয়নি। কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যক্তিগতভাবে হলেও প্রহরী রাখার ব্যবস্থা করার চেষ্টা করবো। 

গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ দাশ জানান, প্রতিষ্ঠানটি চালু হয়েছে। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্লাসরুমগুলোয় দরজা লাগানো হয়নি। এছাড়া কোন গার্ডও নিয়োগ দেওয়া হয়নি। এতদিন ঈদের ছুটিতে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এ সুযোগে তারা প্রতিষ্ঠানে ঢুকে ভিডিও বানাচ্ছিল। বিষয়টি আমি দেখছি।