কাল থেকে কারিগরি শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। আগামী ০৮ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ায় এসব শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সরকারি-বেসরকারি ডিপ্লোমা স্তরের প্রতিষ্ঠানসমূহের পরিচালক প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা স্তরের সকল শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষা আগামী ০৮ নভেম্বর থেকে শুরু হবে।
এজন্য সকল ডিপ্লোমা পর্যায়ের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের শিক্ষার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হবে।
এতে আরও বলা হয়, এসব শিফটের শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা নির্দিষ্ট তারিখ থেকে সশরীরে শুরু হবে। বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।