৭ আগস্ট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু
আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সকল শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করার করা হবে।
শনিবার (৩১ জুলাই) বোর্ডের পরিচালিক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে অনুষ্ঠিত সভার এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজ হতে বদলিকৃত শিক্ষার্থীদের অনলাইন বদিল কর্যক্রম সূচারুরূপে সম্পন্ন করার কথা বলা হয়েছে।
এছাড়া অনলাইন ক্লাস শুরু করার অধিকতর প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সকল শিক্ষা ক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস আগামী ০১ আগস্ট ২০২১ তারিখের পরিবর্তে ০৭ আগস্ট ২০২১ তারিখ হতে অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে।