০১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২১

শিক্ষাবোর্ড ঘেরাও পলিটেকনিক শিক্ষার্থীদের

  © সংগৃহীত

চার দফা দাবিতে কারিগরি শিক্ষাবোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষাবোর্ড ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

তাদের দাবিগুলো হচ্ছে— অষ্টম পর্বের মৌখিক পরীক্ষা গ্রহণ এবং চলমান সব নিয়োগের আবেদনের সুযোগ দেওয়া; স্থগিত হওয়া দ্বিতীয়, চতুর্থ পর্বে তাত্ত্বিক অংশগুলোকে উত্তীর্ণ দিয়ে ব্যবহারিক অংশগুলোকে পরবর্তী পর্বে সংযুক্ত করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের সিলেবাস কমিয়ে অনলাইনে ক্লাস করানোর মাধ্যমে দ্রুত পরীক্ষা নেওয়া এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের আসন বরাদ্দ করা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, করোনার মধ্যে দেশজুড়ে শিক্ষার্থী ও তাদের পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি প্রদান অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অনেকেরই ঝরে পড়ার শঙ্কা রয়েছে। এ জন্য অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি আদায় চরম অমানবিকতার পরিচয়। অবিলম্বে সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি মওকুফের দাবি জানান তারা।

তারা বলেন, আমরা কোনো সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। আমরা আমাদের নায্য দাবি নিয়ে আন্দোলন করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত প্রয়োজনে সারা দিন আমাদের কর্মসূচি পালন করবো। 

এর আগে রবিবার (৩১ জানুয়ারি) কারিগরি শিক্ষাবোর্ড ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে মানববন্ধন, বিক্ষোভসহ কয়েক দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন তারা।