করোনার বন্ধে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও অনলাইনে ক্লাস
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব ধরণের কারিগরি শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত এক জরুরি আদেশে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে সকল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিকট চিঠি পাঠানো হয়েছে। তবে ওই চিঠিতে ক্লাস শুরুর দিন-তারিখ নির্দ্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘কারিগরি শিক্ষা অধিদপ্তারাধীন সকল ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, টেকনিক্যাল স্কুল ও কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা প্রতিরোধে চলমান সাধারণ ছুটিকালীন সময়ে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোক) এবং এসএসসি (ভোক) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বিষয়ভিত্তিক ক্লাসসমূহ অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
চিঠিতে বলা আরও হয়, ‘এমতাবস্থায় সংশ্লিষ্ট পাঠদানকারী শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রয়োজনীয় ডিজিটাল কনটেন্ট প্রস্তুতপূর্বক গুগল ক্লাসরুম/গুগল ড্রাইভ, ম্যাসেঞ্জার, হোয়াটস আপ, ইমো ইত্যাদি অনলাইনের মাধ্যমে ক্লাস গ্রহণ করে শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিতকা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিতকরণের জন্য অনুরোধ করা হলো। ’
এর আগে গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। আর গতকাল ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার।