কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণেও কাঠ-বাঁশ!

দেশের ৪০টি উপজেলায় নির্মানাধীন ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ২০টির বেশি কেন্দ্রের ভবন নির্মাণে স্টিলের পরিবর্তে বাঁশ ও কাঠের সাটারিং ব্যবহার করা হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

আইএমইডির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অধিকাংশ প্রকল্প এলাকায় নির্মাণের চুক্তি না মেনে স্টিলের পরিবর্তে বাঁশ ও কাঠের সাটারিং (কংক্রিটের ঢালাইয়ে ব্যবহৃত অস্থায়ী কাঠামো) ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদনে গণপূর্ত অধিদফতর চুক্তি অনুযায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি ফিরোজ হাসান (পেকু সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান) সুনির্দিষ্টভাবে বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়, এটা ঠিক নয়। কারণ সাটারিংয়ে স্টিলের পরিবর্তে বাঁশ ব্যবহার করবেন কেমনে? তবে আমরা আইএমইডির সুপারিশের ব্যত্যয় করি না। সুপারিশ করে থাকলে আমরা অবশ্যই সুপারিশ অনুযায়ী কাজ করব।’

 

 


সর্বশেষ সংবাদ